বিষাক্ত কেউটের হাত থেকে একরত্তিকে রক্ষা, নজির গড়ে বাহবা আদায় চারপেয়ের

লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
save baby in viral video

প্যারাম্বুলেটরে শুয়ে একরত্তি! পিছনেই হাজির বিষাক্ত কেউটে, একরত্তি শিশুকন্যাকে বাঁচাতে প্রাণপাত চারপেয়ের। আর সেই ভিডিও’ই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিওটি টুইটারে শেয়ার করেছে আউট অফ কনটেক্সট হিউম্যান রেস নামের একটি সোশ্যাল মিডিয়া পেজ।

Advertisment

যাতে এক শিশুকন্যাকে প্যারাম্বুলেটরে নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখা যায়। হঠাৎ করে সেখানে হাজির হয় একটি সাপ। তা দেখেই শিশুকন্যাকে প্রাণে বাঁচাতে সাপের সঙ্গে লড়াই জুড়ে দেয় তিনটি সারমেয়। কুকুরগুলি সাপের হাত থেকে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করছিল। ভিডিও’র শেষে দেখা গিয়েছে একটি কুকুর মুখে করে সাপটিকে ধরে ছুঁড়ে ফেলে দেয় দূরের কোন এক স্থানে।

শিশুকে বাঁচাতে সারমেয়’র এমন মন জয় করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মানুষজন বলতে শুরু করেছেন, কুকুররা তাদের প্রিয়জনকে বাঁচানোর জন্য যে কোনও সীমারেখায় যেতে পারে। লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Viral Video