বন্ধু-বান্ধব হোক অথবা আত্মীয় স্বজন, মিস করলেও একটা ভিডিও কল সব দূরত্বকে যেন ঘুচিয়ে দেয়। তেমনই দূর থেকে নিজের প্রিয় বন্ধুকে ভিডিও কলে দেখে নিজের ভালবাসা উজার করে দেয় পোষ্যটি। এমনই এক আদুরে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া এই আকর্ষণীয় ভিডিওটিতে, আপনি দেখতে পাবেন কিভাবে দুটি কুকুর একটি ভিডিও কলে একে অপরকে দেখে অবাক হয়, তাদের প্রতিক্রিয়াগুলি ছিল দেখার মতো!
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে, আপনি দেখতে পাবেন কিভাবে দুটি কুকুর ভিডিও কল চলাকালীন অনেকদিন পর একে অপরকে দেখে অবাক হয় এবং ভিডিও কল চলাকালীন তাদের মিষ্টি প্রতিক্রিয়া নেটিজেনদের অবাক করে দিয়েছে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “যখন প্রিয় বন্ধুটিকে মিস করে অনেকদিন পর তাদের ভিডিও কলে দেখা”।
এই রিলটি এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে এবং এই সংখ্যাটি প্রতিদিনই বাড়ছে। সোশ্যাল ব্যবহারকারীরা কুকুরের প্রতিক্রিয়া দেখে অবাক হয়েছেন। অজস্র মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এদের এবার একসঙ্গে থাকার সুযোগ করে দিন’। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ” খুবই আবেগপূর্ণ ভিডিও”।