Advertisment

Dolly Chaiwala: চা খাইয়ে জিতেছেন ধনকুবেরের মন, কত টাকার মালিক এই ডলি চাই'ওয়ালা? জানলে চমকে যাবেন!

১৬ বছর ধরে মহারাষ্ট্রের নাগপুরে চায়ের স্টল চালাচ্ছেন তিনি। অনেক সেলিব্রেটিও ডলির হাতের তৈরি চা খেতে ছুটে আসেন।

author-image
IE Bangla Web Desk
New Update
dolly chaiwala, dolly ki tapri, dolly chaiwala net worth, dolly chaiwala bill gates, bill gates, bill gates net worth, dolly chaiwala bill gates video viral, dolly chaiwala earning income, one chai please, bill gates chai video

১৬ বছর ধরে মহারাষ্ট্রের নাগপুরে চায়ের স্টল চালাচ্ছেন তিনি। অনেক সেলিব্রেটিও ডলির হাতের তৈরি চা খেতে ছুটে আসেন।

বিল গেটস, বিশ্বের অন্যতম ধনকুবের। বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তিকে স্রেফ চায়ের জাদুতেই মুগ্ধ করেছেন ভারতের এক চা ওয়ালা। হ্যাঁ আমরা এখন ডলি চাইওয়ালার কথাই বলছি। যার চা খেয়ে তারিফ করেছিলেন স্বয়ং বিল গেটস। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। বিল গেটস যখনই ভারতে আসেন, তিনি সর্বদা এমন এক ভিডিও বা ছবি শেয়ার করেন যা আলোচনার বিষয় হয়ে ওঠে।

Advertisment

সম্প্রতি, বিখ্যাত ডলি চাইওয়ালার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে বিল গেটসকে 'ওয়ান টি প্লিজ' বলতে দেখা গিয়েছে। বিল গেটসকে চা খাইয়েছিলেন ডলি চাইওয়ালার মোট সম্পত্তি কত? ভিডিওটি সামনে আসার পর ডলি চাওয়ালা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

ডলি চাইওয়ালা তার অনন্য স্টাইলের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ বিখ্যাত। রঙিন শার্ট, চশমা এবং নিজস্ব শৈলীর কারণে ডলি চাইওয়ালা সকলের থেকে একেবারে আলাদা। ডলি রজনীকান্ত স্টাইলে চা পরিবেশন করে থাকেন।

১৬ বছর ধরে মহারাষ্ট্রের নাগপুরে চায়ের স্টল চালাচ্ছেন তিনি। অনেক সেলিব্রেটিও ডলির হাতের তৈরি চা খেতে ছুটে আসেন। ডলি চায়ের স্টল থেকে বেশ ভালো আয় হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ডলি প্রায় ১০ লক্ষ টাকার সম্পত্তির মালিক।

দূর-দূরান্ত থেকে ফুড ভ্লগাররা ডলি চাই ওয়ালাকে নিয়ে ভিডিও তৈরি করেন। যখন থেকে বিল গেটস তার স্টলে এসে চা খেয়ে গিয়েছেন তখন থেকে ডলি চাইওয়ালা আরও বিখ্যাত হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় তার ক্রেজ আরও বেড়ে চলেছে।

viral
Advertisment