Dolly Chaiwala: বিল গেটসের মত ধনকুবেরকে চা খাইয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছিলেন ডলি চাইওয়ালা। নিমেষেই লাখ লাখ মানুষ ডলির ভক্ত হয়ে উঠেছে। চা বেচে এবার দুবাইয়ে তার নতুন অফিস খুলে ফের সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে ডলি। সম্প্রতি নেটদুনিয়ায় ডলি চাইওয়ালার একটি ভিডিও দাবানলের মত ভাইরাল হচ্ছে। যেখানে ডলিকে তার নতুন অফিসে বসে ল্যাপটপে কাজ করতে দেখা যাচ্ছে।
ডলি চাইওয়ালা এখন সেলিব্রিটি। বিল গেটসকে তার টাপরিতে এসে চা খাওয়ার রাতাতারি ভাগ্য ঘুরে গিয়েছিল ডলির। আগে ডলি চা'ইওয়ালাকে চিনতেন সমাজের মুষ্টিমেয় কিছু লোক। এখন ডলিত খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে চলেছে। যেখানে তিনি তার নতুন ভিডিওতে তাকে সাফল্যের শিখরে পৌঁছাতে দেখা যায়। সম্প্রতি আরও একটি কৃতিত্ব ডলির ঝুলিতে। হ্যাঁ, ডলি চাইওয়ালা এখন দুবাইয়ে অফিস খুলেছেন। যার ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।
চার-চারটি সিংহ শাবকের সঙ্গে শান্তির ঘুম মহিলার! কারণ জানলে চমকে যাবেন
ভিডিওর ক্যাপশনে ডলি জানিয়েছেন যে তিনি দুবাইয়ে তার নতুন অফিস খুলেছেন। ভিডিওতে তিনি তার অফিসকেও তুলে ধরেছেন। যেখানে তাকে টেবিলে রাখা ল্যাপটপে কাজ করতে দেখা যায়। পরের ভিডিওতে তিনি দেখিয়েছেন তার নাগপুর টাপরি। পরের ভিডিওতে তাকে বিলাসবহুল গাড়ি চেপে রিল বানাতে দেখা যায়।
ডলি চাইওয়ালা প্রায়ই তার দুবাই সফরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। একবার তাকে দুবাইয়ের একটি মোবাইলের দোকানে চা বানাতে দেখা যায়। এরপরই মানুষ ভাবতে শুরু করে ডলি তার চায়ের দোকান দুবাইতেও খুলেছে। বর্তমানে ডলির এই নতুন অফিস ভিডিও দেখে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দিন দিন তার সাফল্য দেখে মানুষ রীতিমত তাজ্জব। একজন লিখেছেন- ভিডিও দেখার পর মনে হচ্ছে আমার সব ডিগ্রীতে আগুন ধরিয়ে দিয়ে চায়ের দোকান খুলি। আরেকজন লিখেছেন- মানুষ পড়াশুনা করে বেকার জীবন নষ্ট করছে। তার চেয়ে চা বিক্রি করাই ভালো।