New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_7a3037.jpg)
নাগপুর থেকে সরাসরি বিদেশ পাড়ি, সমুদ্রপাড়ে ডলির চায়ে মুগ্ধ বিদেশীরা
ডলি চাইওয়ালা! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেনসেশন তৈরি করেছেন। নাগপুরে তিনি একটি চায়ের স্টল চালান। সেখানে এসেই ডলির হাত থেকে চা খেয়েছেন খোদ বিল গেটস। এরপরই ডলির ক্রেজ আকাশছোঁয়া। সম্প্রতি ডলি মালদ্বীপের সমুদ্রের তীরে তার চায়ের স্টল বসিয়েছেন এবং বেড়াতে আসা বিদেশী পর্যটকদের চা পরিবেশন করেছেন।
নাগপুর থেকে সরাসরি বিদেশ পাড়ি, সমুদ্রপাড়ে ডলির চায়ে মুগ্ধ বিদেশীরা
বিল গেটসকে চা খাইয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে চলে আসেন ডলি চাইওয়ালা। এখন ডলি মালদ্বীপের সমুদ্র উপকূলে চায়ের স্টল দিয়েছেন। মালদ্বীপে বেড়াতে আসা বিদেশী পর্যটকদের চা পরিবেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ।
ডলি চাইওয়ালা! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেনসেশন তৈরি করেছেন। নাগপুরে তিনি একটি চায়ের স্টল চালান। সেখানে এসেই ডলির হাত থেকে চা খেয়েছেন খোদ বিল গেটস। এরপরই ডলির ক্রেজ আকাশছোঁয়া। সম্প্রতি ডলি মালদ্বীপের সমুদ্রের তীরে তার চায়ের স্টল বসিয়েছেন এবং বেড়াতে আসা বিদেশী পর্যটকদের চা পরিবেশন করেছেন।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ডলি চাইওয়ালার আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। প্রতিদিনই ডলির নিত্যনতুন ভিডিও ভাইরাল হয়। কখনও বিলাসবহুল গাড়িতে ভ্রমণ আবার কখনও বুর্জ খলিয়ায় দেখা গিয়েছে তাকে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যাতে তাকে মালদ্বীপের সমুদ্রের তীরে তার চায়ের স্টলে চা পরিবেশন করতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, সমুদ্রের তীরে ডলি তার স্টল বসিয়েছেন ডলি। যেখানে বসে তিনি চা বানাচ্ছেন। পেছনে রয়েছে অপূর্ব দৃশ্য। সমুদ্রের তীরে ডলি চাইওয়ালাকে চা বানাতে দেখে সেখানে আসা বিদেশি পর্যটকরা তার ভিডিও বানান। যা মুহূর্তেই ভাইরাল হয়। চা বানানোর পর ডলি নিজের হাতে ওই চা ওই বিদেশি পর্যটকদের পরিবেশন করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।
ডলি তার ইনস্টাগ্রাম পেজ @dolly_ki_tapri_nagpur থেকে এই ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটি লেখার সময় পর্যন্ত, ১.৫ কোটি মানুষ এটি দেখেছেন এবং ২৩ লাখেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। অনেকেই ভিডিওটিতে কমেন্ট করে তাদের মতামত জানিয়েছেন।
আরও পড়ুন : < Viral: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা, শেষ ইচ্ছাপূরণে হাসপাতালের ICU-তে মেয়ের বিয়ে! চোখে জল আনবে এই ভিডিও >