New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_9eeac5.jpg)
ডলি এখন মোদীর জনপ্রিয়তাকেও ছাড়িয়ে চলে গিয়েছেন।
রোলস রয়েস গাড়িতে ছুটি উপভোগ ডলির।
ডলি এখন মোদীর জনপ্রিয়তাকেও ছাড়িয়ে চলে গিয়েছেন।
কে বলে যে একজন চা বিক্রেতা রোলস রয়েস কিনতে পারেন না…? ডলির নতুন ভিডিও ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে!
ডলি চাইওয়ালার জনপ্রিয়তা এই মুহূর্তে আকাশছোঁয়া। দেশের গণ্ডি পেরিয়ে রাতারাতি বিদেশের মাটিতেও দাপট দেখাচ্ছেন ডলি। বিল গেটস এসে তার 'টাপরি'-তে চা খাওয়ার পরেও রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছে নাগপুরের ডলি।
সোশ্যাল মিডিয়াতেও ডলির ফ্যান ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়। তিনি প্রায়ই তার ইন্সটা হ্যান্ডেল থেকে ছবি এবং ভিডিও পোস্ট করেন, যা ইন্টারনেট আলোড়ণ সৃষ্টি করে।
সম্প্রতি ডলি একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে তাকে রোলস রয়েসের সঙ্গে দেখা যায়। এর আগেও ডলি চাইওয়ালা ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি নিয়ে ছবি ও ভিডিও পোস্ট করেছেন। কিন্তু রোলস রয়েসের সঙ্গে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করছে। ভিডিওতে দেখবেন ডলি চাওয়ালাকে গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যাচ্ছে।
ভিডিওতে তিনি বলেছেন-'কে বলে একজন চা বিক্রেতা রোলস রয়েস কিনতে পারে না'। এই ভিডিওটি এখন পর্যন্ত ২৭ মিলিয়ন ভিউ পেয়েছে এবং ১৬ লাখ মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।
এক ব্যবহারকারী লিখেছেন- ডলি এখন মোদীর জনপ্রিয়তাকেও ছাড়িয়ে চলে গিয়েছেন। বর্তমানে তিনি মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন।