Advertisment

Dolly chaiwala: হাতে কেটলি, দুপাশে বাউন্সার, কেতাদুরস্ত স্টাইলে চা বিক্রি ডলির

দিন কয়েক আগেই বিল গেটসকে চা খাইয়ে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে আসেন ডলি চাইওয়ালা।

author-image
IE Bangla Web Desk
New Update
bill gates and dolly chaiwala, bill gates and dolly chaiwala viral video, bill gates dolly chaiwala, bill gates drink dolly chaiwala tea, bill gates met dolly chai wala, bill gates on dolly chaiwala, bill gates with dolly chai wala, bill gates with dolly chaiwala, bill gates with dolly chaiwala video, bill gates with dolly chaiwala, N

দিন কয়েক আগেই বিল গেটসকে চা খাইয়ে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে আসেন ডলি চাইওয়ালা।

বাউন্সার নিয়ে চা বিক্রি ডলির। দিন কয়েক আগেই বিল গেটসকে চা খাইয়ে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে আসেন ডলি চাইওয়ালা। ডলির সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়। এবার ফের এক নতুন ভিডিও শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

Advertisment

ইন্টারনেট সেনসেশন ডলি চাইওয়ালার নতুন একটি ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ডলিকে বাউন্সারদের সঙ্গে নিয়ে মধ্যে চা বিক্রি করতে দেখা যাচ্ছে।

সকলেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ডলি চাইওয়ালাকে চেনেন এক ডাকেই। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তার কথা সবারই জানা। বিল গেটসকে চা পরিবেশন করার পর থেকেই ডলি চাওয়ালা ইন্টারনেটে ট্রেন্ড করছে। এখন লক্ষ লক্ষ মানুষ তার প্রতিটি ভিডিও দেখে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ডলি চাওয়ালা আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ডলিকে তার দুপাশে বাউন্সার নিয়ে চা পরিবেশন করতে দেখা গিয়েছে । ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, 'বাউন্সারদের কাজে লাগাতে হয়েছে'। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, তিনি চা তৈরি করছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে মানুষকে তিনি সেই চা পরিবেশন করছেন।

সম্প্রতি বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস ডলি চাইওয়ালার স্টলে আসেন চা খেতে। এ সময় তিনি ডলির তৈরি চাও খান যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরে ডলিকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিল গেটসকে তিনি আগে চিনতেন না। ডলি চাইওয়ালার টপড়িতে বিল গেটস আসার পর ডলির দিন বদলে যায়। এখন তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেলেব্রিটি।

viral
Advertisment