New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_2b0578.jpg)
দামি গাড়ি, হাতে নোটের বান্ডিল, অটোগ্রাফের লম্বা লাইন...! বিল গেটসকে চা খাইয়েই আমূল বদল ডলি চাওয়ালার জীবন।
দামি গাড়ি, হাতে নোটের বান্ডিল, অটোগ্রাফের লম্বা লাইন...! বিল গেটসকে চা খাইয়েই আমূল বদল ডলি চাওয়ালার জীবনে।
দামি গাড়ি, হাতে নোটের বান্ডিল, অটোগ্রাফের লম্বা লাইন...! বিল গেটসকে চা খাইয়েই আমূল বদল ডলি চাওয়ালার জীবন।
দামি গাড়ি, হাতে নোটের বান্ডিল টাকা, অটোগ্রাফের লম্বা লাইন…! বিল গেটসকে চা খাইয়েই আমূল বদল ডলি চাওয়ালার জীবন।
কখন ভাগ্য সুপ্রসন্ন হবে তা আগে থেকে কেউ'ই বলতে পারে না। বিল গেটসকে চা খাইয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে উঠেছেন ডলি চাইওয়ালা। রীতিমত ট্রেন্ড করছেন সোশ্যাল মিডিয়ায়।
বিল গেটস তার চায়ের স্টলে গিয়ে এক কাপ চা খেতেই তুঙ্গে জনপ্রিয়তা। বেশ কিছুদিন ধরেই তার চা তৈরি ও বিক্রির স্টাইলের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন। তার এই জনপ্রিয়তা রাতারাতি বাড়িয়ে দিয়েছে বিল গেটস!
তার স্টলে এসে চা খেয়েছেন খোদ বিল গেটস। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তুলেও ধরেছেন তিনি। এরপরই ডলি চাইওয়ালার ক্রেজ আকাশছোঁয়া।
এখন ডলি চাইওয়ালার বেশ কিছু ইন্সটা রিলও বেশ ভাইরাল হতে শুরু করেছে। ডলির চা বানানোর স্টাইল সবচেয়ে অনন্য। তিনি খুব মজার স্টাইলে চা বানান। বিল গেটস চা খাওয়ার ডলি সংবাদ শিরোনামে রয়েছেন।
তিনি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি বিল গেটসকে চিনতেন না। কিন্তু বিল গেটসের কারণে তিনি যে জনপ্রিয়তা পেয়েছে তা বেশ উপভোগ করছেন তিনি। নাগপুরেই তার একটি চায়ের দোকান রয়েছে, যেটি বিশ্বের কাছে 'ডলি কি টাপরি' নামে পরিচিত।