scorecardresearch

ডোনাল্ড ট্রাম্প ভারতে, হাসির মিম ও জোকসের ঝড় সোশাল মিডিয়ায়

ট্রাম্পের নজর এড়াতে বস্তি ঢাকতে প্রাচীর, যমুনার গন্ধ দূর করতে ছাড়া হয়েছে জল

ডোনাল্ড ট্রাম্প ভারতে, হাসির মিম ও জোকসের ঝড় সোশাল মিডিয়ায়

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ভারতের মাটিতে পা রেখেছেন। এই সফরে তিনি আহমেদাবাদ, আগ্রা ও দিল্লি হয়ে ফিরে যাবেন। সোমবার ট্রাম্প আমেদাবাদের বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এরপরে তিনি সাবারমতী আশ্রম ঘুরে দেখেন। এখন মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ভাষণ দেবেন। কিন্তু ট্রাম্পের ভারতে আসা নিয়ে কেন্দ্র যেভাবে উঠে পরে লেগেছে তা নিয়ে সোশাল মিডিয়ায় মিম ও জোকস মারফত শুরু হয়েছে সমালোচনা।

যমুনার গন্ধ দূর করতে ১৪,০০০ লিটার জল ছাড়া হয়েছে। ভারতের বস্তি লোকাতে ১,৬৪০ ফুটের পাঁচিল গড়া হয়েছে। ট্রাম্পের ভারত সফরের ব্যয় নিয়ে অসন্তুষ্ট দেশের বিরোধী পক্ষ।

ট্রাম্পের সফর কে কেন্দ্র কতরে ইতিমধ্যে সোশাল মিডিয়ায় শুরু হয়েছএ রসিকতা। তৈরি হয়েছে ট্যাগও #NamasteyTrump

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Donald trump lands in india twitter welcomes him with memes and jokes