/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/donald-lookalink.jpg)
কুলফি বিক্রি করছেন ট্রাম্প?
Donald Trump Viral Video: এমন ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখে হার্ট ফেল হওয়ার অবস্থা। পাকিস্তান শহরে কুলফি বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প? ভিডিও দেখে থমকে যাওয়ার মতোই অবস্থা।
প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির মতোই একজনকে দেখা গেল গান গেয়ে গেয়ে কুলফি বিক্রি করতে। ইংরেজিতে যাকে বলে-doppelganger। সোশাল মিডিয়ায় ঝড় তুলে দেওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে যে কোটিপতি রাজনীতিবিদের সঙ্গে কুলফি বিক্রেতার হুবহু মিল। এমন আকর্ষণীয় সাদৃশ্য সচরাচর দেখা যায় না।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কুর্তা পায়জামা পরা মধ্যবয়সী ব্যক্তি (গায়ের রঙ দেখে বোঝা যাচ্ছে হয়ত albinism রোগে ভুগছেন) মাথায় সোনালি রঙা চুল। ট্রাম্পের মতোই শারীরিক গড়ন, গান গেয়ে গেয়ে কুলফি বিক্রি করে চলেছেন।
আরও পড়ুন, কপালজোর! তিমির পেটে গিয়েও প্রাণে বাঁচলেন ডুবুরি
Donald Trump now selling kulfi in Pakistan..#DonaldTrumppic.twitter.com/WqCi2ruwll
— PB&J (@peechetodekho) June 9, 2021
সোশাল মিডিয়ায় পাকিস্তানের গায়ক-গীতিকার শেহজাদ রায় এই ভিডিও শেয়ার করতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন