Viral: 'উপহারের বদলে মোদীকে ভোট', পাত্রের বাবার আজব আর্জি, বিয়ের কার্ড ভাইরাল

লোকসভা নির্বাচনের উত্তেজনায় ফুটছে গোটা দেশ। চায়ের দোকান থেকে লোকাল ট্রেন সর্বত্রই ভোট চর্চা। এর মাঝেই তেলেঙ্গানার সাই কুমার এবং মহিমা রানীর বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

লোকসভা নির্বাচনের উত্তেজনায় ফুটছে গোটা দেশ। চায়ের দোকান থেকে লোকাল ট্রেন সর্বত্রই ভোট চর্চা। এর মাঝেই তেলেঙ্গানার সাই কুমার এবং মহিমা রানীর বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
invitiation card for wedding"," vote for Modi"," Modi in invitation card"," Sangareddy"," Telangana

'উপহারের বদলে মোদীকে ভোট', পাত্রের বাবার আজব আর্জি, বিয়ের কার্ড ভাইরাল

অনন্য বিয়ে! অতিথিদের উপহার হিসাবে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার অনুরোধ পাত্রের বাবার। বিয়ের সেই কার্ড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।

Advertisment

লোকসভা নির্বাচনের উত্তেজনায় ফুটছে গোটা দেশ। চায়ের দোকান থেকে লোকাল ট্রেন সর্বত্রই ভোট চর্চা। এর মাঝেই তেলেঙ্গানার সাই কুমার এবং মহিমা রানীর বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। আগামী ৪ এপ্রিল তাদের বিয়ের অনুষ্ঠান। বিয়ে উপলক্ষ্যে কার্ডে কোন উপহার আনতে বারণ করা হয়েছে অথিতিদের। বদলে ছোট্ট আবদার পাত্রের বাবার। এবারের ভোট টা মোদীকেই দিন!

বিয়ের এই অনন্য কার্ড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কার্ডে লেখা আছে, 'নরেন্দ্র মোদীজির জন্য আপনার ভোটই এই বিয়ের উপহার'। সাই কুমারের বাবা ননীকান্তি নরসিমহালু একটি বার্তা প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

invitiation card for wedding
'উপহারের বদলে মোদীকে ভোট', পাত্রের বাবার আজব আর্জি, বিয়ের কার্ড ভাইরাল
viral