Advertisment

লড়াই জারি রাখার বিশেষ বার্তা, বিয়ে করলেন ডাউন সিনড্রোমে আক্রান্ত দম্পতি, ছবি ভাইরাল

বিয়ের যাবতীয় দায়িত্ব একার হাতে সামলেছেন বিঘ্নেশের বোন।

author-image
IE Bangla Web Desk
New Update
Down syndrome, Indian couple, wedding, celebration, Tamil, Maharashtrian, Pune, union, traditions, family, friends, three-day, customs, music, dance, feasting, down syndrome Indian couple wedding

দম্পতিকে একে অপরের হাত ধরে একে অপরের দিকে তাকাতে দেখা যায়।

ডাউন সিনড্রোমে আক্রান্ত দম্পতি বিয়ে করলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি দেখে আবেগে ভেসে গিয়েছেন সকলেই। অনন্যা সাওয়ান্ত, পুনের বাসিন্দা এবং বিঘ্নেশ কৃষ্ণস্বামী, দুবাইতে কর্মরত। তারা দুজনেই সম্প্রতি বিয়ে করেছেন। আর সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল। হাজার হাজার মানুষ দম্পতিকে সুখী দাম্পত্যের শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisment

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক বিবাহিত দম্পতির ছবি। এমন ছবি যা মানুষকে আবেগপ্রবণ করে তুলছে। বিশেষ বিষয় হল দুজনেই তারা দুজনেই ডাউন সিনড্রোমে আক্রান্ত। সম্প্রতি তারা দুজন বিয়ের পিঁড়িতে বসেন। পুনেতে ধুমধাম করে সকল আচার অনুষ্ঠান মেনেই হয় বিয়ের সকল পর্ব।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে গোলাপী সিল্কের শাড়ি পরেছেন অনন্যা, আর বিঘ্নেশ একটি সাদা ধুতি পরেছেন। ছবিতে, দম্পতিকে একে অপরের হাত ধরে একে অপরের দিকে তাকাতে দেখা যায়। তার ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে যাচ্ছে। তামিল ও মারাঠি রীতিতে বিয়ে করেছেন এই জুটি। স্বামীর সঙ্গে থাকতে দুবাই যাওয়ার পরিকল্পনাও সেরে ফেলেছেন অনন্যা। বিঘ্নেশের বাবা বিশ্বনাথন বলেছেন "আমার ছেলের বয়স ২৭ বছর এবং সে তার বন্ধুদের বিয়ে করতে দেখেছে। তাই, সেও বিয়ে করতে চেয়েছিল।"

বিয়ের যাবতীয় দায়িত্ব একার হাতে সামলেছেন বিঘ্নেশের বোন। বিয়ে উপলক্ষে দুই পরিবারের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন উপস্থিত থেকে নবদম্পতিকে আর্শীবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।  

Viral Video
Advertisment