Advertisment

Dr Manmohan Singh Throwback Photos: বিরল চার মুহূর্ত! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখে আপনারও গর্ব হবে

Dr Manmohan Singh Throwback Photos: প্রয়াত মনমোহন সিং! প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন অগণিত দেশবাসী।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Dr Manmohan Singh Throwback Photos

চার এই বিশেষ ছবি শেয়ার করে দেশবাসী ডঃ মনমোহন সিংকে স্মরণ করলেন! আপনিও তাঁকে দেখে গর্বিত হবেন। Photograph: (ফাইল ছবি)

Dr Manmohan Singh Throwback Photos:  চার এই বিশেষ ছবি শেয়ার করে দেশবাসী ডঃ মনমোহন সিংকে স্মরণ করলেন! আপনিও তাঁকে দেখে গর্বিত হবেন। 

Advertisment

প্রয়াত মনমোহন সিং!  প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন অগণিত দেশবাসী। কেউ কেউ তাঁর কিছু বিশেষ পুরনো ছবি শেয়ার করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেছেন।  

ডঃ মনমোহন সিং, ভারতের অন্যতম সম্মানিত নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী, ২৬শে ডিসেম্বর তিনি দিল্লি AIIMS-এ প্রয়াত হন। মৃত্যুর পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রাক্তন প্রধানমন্ত্রির স্মৃতিচারণা করেছেন।  পুরনো কিছু বিশেষ ছবি শেয়ার করে 'রাষ্ট্রনায়ক' কে স্মরণ করছেন।  

Advertisment

এক্সে একটি ছবি পোস্ট করে, এক ইউজার লিখেছেন, " সালটা ১৯৭৮,  ডাঃ মনমোহন সিং ইসরো বিজ্ঞানীদের সঙ্গে একান্ত আলাপচারিতায়। ছবিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামও রয়েছেন।

অপর এক ইউজার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি লিখেছেন, “সরলতার আইকনের মৃত্যুতে বিনম্র শ্রদ্ধা, দেশ একজন মহান ও দূরদর্শী নেতাকে হারালো। পোস্টের সাথে শেয়ার করা ছবিতে ডাঃ সিংকে জুতা বাঁধতে দেখা যাচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে তাঁর স্মৃতিসৌধে প্রণাম জানাতে গিয়েছিলেন মনমোহন সিং।  

অপর এক  এক্স ইউজার প্রাক্তন প্রধানমন্ত্রীর ২০০৫ সালে ভারতীয় সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করতে  সিয়াচেন বেস ক্যাম্পে যাওয়ার ছবি শেয়ার করেছেন।

এই আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি, একজন এক্স ব্যবহারকারী একটি ছবি শেয়ার করেছেন, লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাঁর শাসনকালে  তিনি এদেশকে দেখিয়েছেন উন্নতির নতুন পথ!  ছবিতে দেখা যাচ্ছে ডঃ মনমোহন সিং এবং এপিজে আব্দুল কালাম একান্ত আলাপচারিতায় মগ্ন। 

Manmohan Singh
Advertisment