New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-149.jpg)
দেশজুড়ে উৎসবের আমেজ। জয়ের নায়ক অবশ্যই মহম্মদ শামি।
দেশজুড়ে উৎসবের আমেজ, জয়ের নায়ক অবশ্যই মহম্মদ শামি।
দেশজুড়ে উৎসবের আমেজ। জয়ের নায়ক অবশ্যই মহম্মদ শামি।
ভারতের প্রবীণ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা তার অনুপ্রেরণামূলক গল্প এবং মজার ভিডিওগুলির কারণে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের মন জয় করে থাকেন। আনন্দ মাহিন্দ্র সময়ে সময়ে তাঁর অনুগামীদের জন্য অনুপ্রেরণামূলক পোস্ট পোস্ট করতে থাকেন। সম্প্রতি আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়া সাইট টুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যা তাত্ক্ষণিকভাবে ভাইরাল হয়েছে।
বুধবার, ভারত বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে জায়গা করে নেয়। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়েছে ভারত। ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। দেশজুড়ে উৎসবের আমেজ। জয়ের নায়ক অবশ্যই মহম্মদ শামি।
দেশের প্রবীণ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ক্রিকেটের একজন বড় ভক্ত। আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, দক্ষ খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে বুধবারের সেমিফাইনাল আরও বিশেষ হয়ে উঠেছে। তিনি মহম্মদ শামিকে ‘রক্তচাপের ওষুধ’ হিসাবে উল্লেখ করে বলেন, সারা দেশের মানুষের ব্লাড প্রেসার যখন বেড়ে গিয়েছিল তখন মহম্মদ শামি দুর্দান্ত বোলিং করে ভারতের মানুষের বিপিকে কন্ট্রোলে আনেন।
সেই ওয়াংখেড়ে। সেই বিশ্বকাপ। ১২ বছর আগে ওয়াংখেড়ের এক রাত অমরত্ব দিয়ে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। বুধবারের রাত আরও একটা স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়ে গেল। বিরাট কোহলির শ্রেষ্ঠত্বে শিলমোহর দিয়ে গেল সেমিফাইনালের রাত। ৫০তম ওয়ানডে শতরান করে যিনি শচীনের সেঞ্চুরির মুকুট কেড়ে নিলেন। তাঁর-ই সামনে। সেই সঙ্গে এল শ্রেয়স আইয়ারের দুর্ধর্ষ শতরান। জোড়া হাফসেঞ্চুরি এবং মহম্মদ শামির ৭ উইকেট সমেত ভারত সেমিফাইনালের যুদ্ধ জিতে ফাইনালে পোঁছে গেল। ধোনিকে ইতিহাসে তুলে ধরা মাঠ বদলা নিল মাহির স্বপ্নভঙ্গের।
চার বছর আগে ম্যাঞ্চেস্টারের এক যুদ্ধে কিউইরা সেমি থেকে ছিটকে দিয়েছিল ভারতকে। রান আউট হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ধোনির সেই কান্নার জবাব মিলল ওয়াংখেড়েতে। তাঁর-ই স্বপ্নের মাঠে। প্রতিশোধের লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ভারত তৃতীয়বার বিশ্বজয়ী হওয়া থেকে আর মাত্র একটা ম্যাচ দূরে রইল। মহম্মদ শামি একাই ৭ উইকেট ছিনিয়ে নিয়ে ভারতের জয়যাত্রা মসৃণ করেন। এবার শামিকে অভিনন্দন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্কোরবোর্ডে পুঁজি ছিল ৩৯৭ রানের। সেই রান ডিফেন্ড করতে গিয়েই যে কালঘাম ছুটে যাবে ভারতের কে ভেবেছিল! ওয়াংখেড়েতে কয়েকদিন আগেই ওয়ানডের ইতিহাসে সর্বসেরা রান চেজ দেখেছিল। গ্লেন ম্যাক্সওয়েল অলৌকিক ইনিংস খেলে মুছে দিয়েছিলেন আফগানদের। পায়ে ক্র্যাম্প নিয়ে উড়িয়ে দিয়েছিলেন রশিদ-মুজিবদের।
সেই ম্যাচের রোমাঞ্চকর স্মৃতিই ফের ঘুরে ফিরে এসেছিল মুম্বইয়ে। আর ম্যাক্সওয়েলের মত অদৃশ্য জেদ নিয়ে আবির্ভূত হয়েছিলেন ড্যারেল মিচেল। যাঁর ব্যাটিং বিক্রমে ৩৯৭ রানের নিরাপদ স্টেশনকেও অনিশ্চিত দেখাল। ভারতের জয়কে সংশয়ের মেঘে ঢেকে দিয়েছিলেন তিনি একাই। মহম্মদ শামির শিকার হয়ে ফেরার আগে যিনি ১১৯ বলে ১৩৪ রানের সাইক্লোন ইনিংসে ভারতীয়দের বুকে হৃদকম্প এনে দিয়েছিলেন। শেষমেশ মহম্মদ শামি একাই তুলে নেন সাত উইকেট। ফাইনালের টিকিট পেয়ে যায় ভারত। দ্বিতীয় সেমিফাইনাল আজ কলকাতায় মহারণ। মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এদিকে ওয়াংখেড়ে ম্যাচ নিয়ে ট্যুইট করে শামির প্রশংসা করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী।
মোদী এক্স-এ এক পোস্টে লিখেছেন, “অনেকের ব্যক্তিগত পারফরম্যান্স সেমিফাইনালকে আরও বিশেষ করে তুলেছে। আজকের ম্যাচ তো বটেই, পুরো বিশ্বকাপ জুড়ে শামির অনবদ্য বোলিং ক্রিকেটবিশ্ব চিরকাল মনে রাখবে। অনবদ্য বোলিং শামি!”
অন্যদিকে মহম্মদ শামির কারণেই তিনি রাত্রে ঘুমাতে পেরেছেন বলেই সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছে দেশের তাবড় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। সোশ্যাল মিডিয়া পোস্টে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, “শামি দেশের মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে বড় কাজ করেছেন। তার কারণেই আমরা রাতে আরামে ঘুমাতে পেরেছি”।
If there was a way to measure the Blood Pressure of a nation, it probably spiked when Mitchell was promising to be a Marvel Hero But thank you Dr.Shami, for the BP medicine. We will sleep soundly tonight…🙏🏽💪🏽🇮🇳 #CongratulationsIndia pic.twitter.com/deoqVJMji8
— anand mahindra (@anandmahindra) November 15, 2023