New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/bites-snake.jpg)
কথায় বলে, কুকুর মানুষকে কামড়ালে খবর হয় না, মানুষ কুকুরকে কামড়ালে তবেই খবর হয়। কিন্তু একে কী বলবেন? নেশার ঘোরে জ্যান্ত সাপের বুকে পেটে কামড় বসালেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। বর্তমানে সাপকে মেরে মৃত্যুর সঙ্গে লড়ছেন রাজকুমার নামে ওই যুবক। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় তাঁর পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
রবিবার উত্তরপ্রদেশের আসরাউলি জেলায় ঘটে এই বীভৎস ঘটনা। কিন্তু কেন ওই ব্যক্তি দাঁত দিয়ে ছিঁড়ে ফেললেন সাপটিকে? রাজকুমারের বাবা বাবুরাম বলেন, "আমার ছেলে নেশার ঘোরে ছিল। সে সময় ঘরে সাপ ঢোকে এবং ওকে কামড়ে দেয়। তখনই সাপটিকে কামড়ে টুকরো টুকরো করে ফেলে সে। তারপরই রাজকুমারের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।"
Etah: A man in an intoxicated condition bit a snake into pieces after it bit him, last night. Dr NP Singh, Etah, says, "His condition is serious. He has been referred to another hospital." pic.twitter.com/PECsGqtvGJ
— ANI UP (@ANINewsUP) July 29, 2019
হাসপাতালের এক ডাক্তার জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থা থেকে এখনও বেরোতে পারেন নি রাজকুমার। তিনি আরও বলেন, "রাজকুমারকে নিয়ে তাঁর পরিবার যখন হাসপাতালে আসেন এবং জানান যে তিনি একটি সাপকে কামড়েছেন, আমি প্রথমে বুঝতে পারি নি। ভেবেছিলাম ওঁকে সাপে কামড়েছে। তাই অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু পরে বুঝতে পারি, সাপকে কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রাজকুমার। মূলত বিষক্রিয়ার ফলেই অজ্ঞান হয়ে গিয়েছেন তিনি।"