New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-260.jpg)
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে
মদ্যপ অবস্থায় গাড়ি চালানর কারণে হামেশাই দুর্ঘটনার কবলে ব্যক্তিরা। সম্প্রতি মদ্যপ অবস্থায় পথ ভুলে রেললাইন বেয়ে দ্রুত গতিতে ছোটাচ্ছেন গাড়ি। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় পড়ে যায়।
অনেক সময় নেশাগ্রস্ত অবস্থায় মানুষ এমন কাজ করে যার কারণে বড় খেসারত দিতে হয়। গুরুগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি আপনারা নিশ্চয়ই শুনেছেন, যেখানে এক যুবক প্রথমে এক অচেনা ব্যক্তির সঙ্গে মদ্যপান করেন। এরপর নেশাগ্রস্ত অবস্থায় নিজের গাড়ি থেকে নেমে মোবাইল, ল্যাপটপ, গাড়ি ও নগদ টাকা অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দেন। তারপর নিজেই মেট্রোতে করে বাড়ি পৌঁছান। এবার এমনই একটি ঘটনা আবারও সামনে এসেছে।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময়, গাড়িটি রেললাইনের ওপর এসে পার্ক করান এক ব্যক্তি। ঘটনাটি কেরালার কান্নুরের। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম জয়প্রকাশন। ১৮ই জুলাই জয়প্রকাশন মদ্যপান করে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে এই কাণ্ড ঘটান। জয়প্রকাশন রেললাইন ধরে গাড়ি চালানো শুরু করেন, এরপর রেল লাইনেই গাড়ি পার্ক করে গাড়ির ভিতর বসে থাকেন তিনি।
താഴെചൊവ്വയിൽ കാർ റെയിൽവേ ട്രാക്കിൽ കയറി pic.twitter.com/oQi9W9L6Xn
— Ramith :: My :: india.🇮🇳🇮🇳 (@Ramith18) July 20, 2023
আশেপাশে উপস্থিত কিছু স্থানীয় মানুষজন এবং গেটম্যান ঘটনাটি নিকটবর্তী রেলস্টেশনে জানায়, পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। স্থানীয় লোকজন জানান, ওই ব্যক্তি যখন তার গাড়ি নিয়ে রেললাইনে নামেন, তখন রাজধানী এক্সপ্রেসও একই লাইন ধরে আসছিল। সময়মতো পুলিশ না পৌঁছালে বড় দুর্ঘটনা ঘটতে পারত।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে, যাতে গাড়িতে বসে থাকা ব্যক্তিকে মদ্যপ অবস্থায় দেখা যায় এবং গাড়িটি রেললাইনের উপর দাঁড়িয়ে আছে।