New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_62bcb6.jpg)
মদ্যপ অবস্থায় বেপোরোয়া ড্রাইভিং। তার জেরেই মৃত্যু হয় এক মহিলার। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।
মদ্যপ অবস্থায় বেপোরোয়া ড্রাইভিং। তার জেরেই মৃত্যু হয় এক মহিলার। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।
মদ্যপ অবস্থায় বেপোরোয়া ড্রাইভিং। তার জেরেই মৃত্যু হয় এক মহিলার। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।
মদ্যপ অবস্থায় বেপোরোয়া ড্রাইভিং। তার জেরেই মৃত্যু হয় এক মহিলার। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার পূর্ব দিল্লির গাজিপুর এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ জানায়, গতকাল রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে, এরপর স্থানীয় লোকজন গাড়িটিতে ভাঙচুর চালায়। চালককে মারধরও করা হয়। গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি। তবে পুলিশ জানিয়েছে, সত্যি ওই ব্যক্তি মদ্যপ ছিলেন কিনা তা জানতে ডাক্তারি পরীক্ষা করা হবে। পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) অপূর্ব গুপ্ত জানিয়েছেন, মোট সাতজন আহত ব্যক্তিকে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মহিলা ও দুইজন পুরুষ রয়েছেন। কর্মকর্তা বলেন, 'অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
STORY | 22-year-old woman killed after car mows down people in Delhi
READ: https://t.co/t6fkhLgn0L
VIDEO: pic.twitter.com/rkyg6LGWyP— Press Trust of India (@PTI_News) March 13, 2024
এদিকে গোটা ঘটনা রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাঁ দিকে ঘুরে এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে বেশ কয়েকটি দোকানে ধাক্কা মারে গাড়িটি।
আরও পড়ুন : < Election Commissioner: নয়া ২ নির্বাচন কমিশনার নিয়োগে সিলমোহর! পদ্ধতি নিয়ে প্রশ্ন অধীরের >
আরও পড়ুন : < IAS Success Story: ট্রেন দুর্ঘটনায় হাত-পা হারিয়েও লক্ষ্যে অবিচল, IAS হয়ে গগনচুম্বী সাফল্য, এই কাহিনী চোখে জল আনবে>