Advertisment

Viral: ভারতীয় শিশুর সততায় অবাক দুবাই পুলিশ, দেওয়া হল বিশেষ সম্মান

তার সততায় অনুপ্রাণিত হয়ে দুবাই পুলিশ তাকে একটি পুরস্কারে সম্মানিত করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
,trending,indian boy,dubai,dubai tourist area,lost watch,returned,certificate,dubai tourist police department,tourist,viral news,dubai news,dubai tourism,trending news,Polic

ভারতীয় শিশুর সততায় অবাক দুবাই পুলিশ, দেওয়া হল বিশেষ সম্মান

ভারতীয় শিশুর সততা দেখে মুগ্ধ সকলেই। সম্মানিত করল দুবাই পুলিশ।

Advertisment

একজন ভারতীয় শিশু ইন্টারনেট জগতে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে, তার সততায় অনুপ্রাণিত হয়ে দুবাই পুলিশ তাকে একটি পুরস্কারে সম্মানিত করেছে। আসলে, সম্প্রতি দুবাইতে বসবাসকারী এক ভারতীয় শিশু একটি দামি ঘড়ি পেয়ে তা ঘড়িটির প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দুবাই পুলিশের সাহায্য নেয়।

এ বিষয়ে দুবাই পুলিশ বলছে, শিশুটির হাত থেকে পাওয়া ঘড়িটি হারিয়ে যাওয়ার বিষয়টি ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে। বর্তমানে ঘড়িটি তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই ঘড়িটি এক পর্যটকের। শিশুটির সততা দেখে দুবাই পুলিশ শিশুটিকে পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। এর পাশাপাশি দুবাই পুলিশের ওয়েবসাইটে শিশুটির প্রশংসা করে একটি রিপোর্টও প্রকাশিত হয়েছে।

দুবাই পুলিশের ওয়েবসাইটে অনুসাতে শিশুটির নাম মহম্মদ আয়ান ইউনিস। আয়ান ইউনিস তার বাবার সঙ্গে থাকাকালীন এই ঘড়িটি খুঁজে পেয়ে, তারপরে সে দুবাই ট্যুরিস্ট পুলিশ বিভাগকে ঘড়িটি সম্পর্কে অবহিত করেন এবং ঘড়িটি ফিরিয়ে দেন। শিশুটির সততায় মুগ্ধ হয়ে দুবাই পুলিশ তাকে সম্মানিত করে।

viral
Advertisment