Viral News: ম্যারাথনে রাজহাঁসের দুরন্ত চমক, পদক জিতে বাজিমাত, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
uck Marathon, Duck Marathon Race, Marathon Race Video, Marathon News, Viral News, Viral News

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।

Trending Video: কিছু ভাইরাল ভিডিও আছে যেগুলো দেখার পর অনেকে নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না। আজ এমনই এক ভিডিও শেয়ার করতে চলেছি যা দেখার পর আপনি বলবেন, এটাও সম্ভব? আসলে, একটি ভিডিও সামনে এসেছে যেখানে একটি রাজহাঁস ম্যারাথনে অংশ নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি রাজহাঁস ম্যারাথনে অংশ নিয়েছে। মানুষের সঙ্গে সমান তালে দৌড়াচ্ছে রাজহাঁসটি। ভিডিওতে স্পষ্ট দেখা খুব দ্রুত গতিতে দৌড়ে চলেছে সে। পাশাপাশি ম্যারাথনে অংশ নিয়ে পদক জিতে সকলকে চমকে দিয়েছে রাজহাঁসটি।

এই ভিডিওটি X ব্যবহারকারী শেয়ার করেছেন। ভিডিওটিতে মানুষের প্রতিক্রিয়া সামনে এসেছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে এটি সত্যিই একটি আশ্চর্যজনক ভিডিও। একজন ব্যবহারকারী লিখেছেন যে এই হাঁসটিকে স্যালুট করা সত্যিই জরুরি। অপর ব্যবহারকারী লিখেছেন যে আমি বিশ্বাস করতে পারছি না।

Advertisment

আরও পড়ুন - < Dangerous video: আকাশ ছুঁয়ে চুমুক এক কাপ কফিতে, দম্পতির সাড়া জাগানো স্টান্ট, বুক কেঁপে উঠল সকলের >

Social Media Trending News