scorecardresearch

পোড়া রুটিতেই মোমবাতি রেখে জন্মদিন পালন, বিশেষ দিনে ভাইয়ের প্রতি দাদার বুক ভরা ভালবাসা

এমনই এক বিরল ঘটনায় সাক্ষী থাকল নেটপাড়া। দারিদ্র্য ও অসহায়ত্বের মধ্যেও ভাইয়ের জন্মদিনে নিজের সবটুকু ভালবাসা উজাড় করে দিতে দেখা যায় দাদাকে।

Brother love viral video, Viral Video of Brother, Trending Video of Brother, Amazing Video of Brother, Shocking Video of Brother, latest tending Video of Brother, trending Video of Brother on twitter, trending Video of Brother on facebook, trending Video of Brother on instagram, trending Video of Brother on youtube,

রুটিতেই মোমবাতি রেখে জন্মদিন পালন, ভিডিও ভাইরাল হতেই আবেগে ভাসল নেটদুনিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যা  আপনাকে আবেগপ্রবণ করে তুলবে।

ছোট ভাইয়ের বার্থডে সেলিব্রেশনে ব্যস্ত দাদা। হাতে রুটি, দুপাশে দুটি মোমবাতি। কেক কেনার সামর্থ্য নেই তাদের। সেই ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ছোট ভাইয়ের জন্মদিন পালনে কোন খামতি রাখতে চাননি দাদা। কেক নেইতো কী হয়েছে একটি রুটি আর সঙ্গে থাকা দুটো মোমবাতিতে দিব্যি সেলিব্রেট হল ভাইয়ের জন্মদিন। যার সাক্ষী থাকলো সোশ্যাল মিডিয়া।  

এমন কিছু ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে ব্যবহারকারীরা নিজেদের আবেগকে ধরে রাখতে পারেন না। এই ধরনের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় সকলের মন জয় করে নেয়। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হয়েছে, যাতে দুই ভাইকে একসঙ্গে জন্মদিন উদযাপন করতে দেখা যায়। বড় ভাইকে তার ছোট ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে দেখা যায়। যা দেখে ব্যবহারকারীদের চোখের কোণায় জল।  

রয়েছে চরম দারিদ্র্যতা। আর মাঝেও জিইয়ে রয়েছে বুক ভরা ভালবাসা! নেই কেক কেনার সামর্থ্য, তাতে কী? জন্মদিন সেলিব্রেট তো করতেই হবে। ভরসা একটা পোড়া রুটি আর দুটো মোমবাতি। তাতেই ভাইকে ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে জন্মদিন পালন। এমনই এক বিরল ঘটনায় সাক্ষী থাকল নেটপাড়া। দারিদ্র্য ও অসহায়ত্বের মধ্যেও ভাইয়ের জন্মদিনে নিজের সবটুকু ভালবাসা উজাড় করে দিতে দেখা যায় দাদাকে। বড় ভাইকে রুটির ওপর দুটি মোমবাতি জ্বালিয়ে জন্মদিন পালন করতে দেখা যায়। যা দেখে ব্যবহারকারীদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে।

ভিডিওতে দুই ভাইয়ের অসহায়ত্ব ও দারিদ্র্যতা হৃদয় ছুঁয়ে গিয়েছে লাখ লাখ নেটিজেনদের। ভিডিওটি এখনও পর্যন্ত দেখা হয়েছে ১৩ হাজারের বেশি লাইক ও এক লাখ ৫৪ হাজারের বেশি বার দেখা হয়েছে। ভিডিওটি বেশিরভাগ ব্যবহারকারীর নজর কেড়েছে। ব্যবহারকারীরা বেশ আবেগঘন মন্তব্য করছেন ভিডিওটিতে। একজন লিখেছেন, ‘সুখের জন্য টাকা গুরুত্বপূর্ণ নয়।’

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Due to poverty celebrated younger brother birthday by putting candle on roti