Advertisment

E-Bike Battery Blast: গলগল করে ধোঁয়া, বিকট শব্দে বিস্ফোরণ, ই-স্কুটার নিয়ে চরম বিপত্তি, দেখুন ভিডিও

বিস্ফোরণটি ঘটে বৈদ্যুতিক বাইকের ব্যাটারিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
"Viral Video, Viral News, electric bike, electric bike battery, Fire broke out while charging electric bike battery, accident, trending news, social media par viral,

বিস্ফোরণটি ঘটে বৈদ্যুতিক বাইকের ব্যাটারিতে।

বাড়িতে কখনই এভাবে ইলেকট্রিক বাইকের ব্যাটারি চার্জ করবেন না! ঘটে যেতে পারে এমন বড় দুর্ঘটনা, দেখুন হাড়হিম ভিডিও।

Advertisment

পরিবেশ সুরক্ষা ও আকাশছোঁয়া পেট্রোলের দাম এই দুইয়ের কারণে রমরমিয়ে বিকোচ্ছে ই-স্কুটার। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার নিঃসন্দেহে পেট্রোল-ডিজেলের ব্যবহার যেমন কমাবে তেমনই দূষণের প্রভাব থেকে মানুষজনকে কিছুটা হলেও রেহাই দেবে। ইতিমধ্যেই বাজারে বিভিন্ন সংস্থা ই-স্কুটার নিয়ে হাজির হয়েছে। কিন্তু সেই সকল ই-স্কুটারের গুনমাণ নিয়ে মানুষের মনে হাজির হয়েছে একাধিক প্রশ্ন। এর মাঝেই চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ির মধ্যে একটি ঘর থেকে হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ি ধোঁয়ায় ভরে যায়। বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়িটি। রিপোর্ট অনুসারে জানা যায় বিস্ফোরণটি ঘটে বৈদ্যুতিক বাইকের ব্যাটারিতে। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে দেওয়া হয়েছে যে, 'চার্জ করার সময় ব্যাটারিতে বিস্ফোরণ।

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১৯.৫ মিলিয়ন মানুষ এবং লাইক করেছেন ৩ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন – প্রথম নিয়ম, ইলেকট্রিক বাইক কিনবেন না। আরেক ব্যবহারকারী লিখেছেন- ইলেকট্রিক বাইক নিরাপদ নয়।

viral E Scooter
Advertisment