Jagannath Temple Puri Viral Video: পুরীতে এবার চরম চাঞ্চল্য! মন্দিরের পবিত্র পতাকা ঠোঁটে নিয়ে উড়ে গেল ঈগল! ভিডিও ভাইরাল হতেই শুরু আধ্যাত্মিক জল্পনা!

Jagannath Temple Puri Viral Video: পুরীতে এবার চরম চাঞ্চল্য! 'পতিতপাবন' পতাকা নিয়ে উড়ে গেল ঈগল! ভিডিও ভাইরাল হতেই শুরু আধ্যাত্মিক জল্পনা!

Jagannath Temple Puri Viral Video: পুরীতে এবার চরম চাঞ্চল্য! 'পতিতপাবন' পতাকা নিয়ে উড়ে গেল ঈগল! ভিডিও ভাইরাল হতেই শুরু আধ্যাত্মিক জল্পনা!

author-image
IE Bangla Web Desk
New Update
Eagle Jagannath Temple Puri Viral Video

পুরীতে এবার চরম চাঞ্চল্য! 'পতিতপাবন' পতাকা নিয়ে উড়ে গেল ঈগল! ভিডিও ভাইরাল হতেই শুরু আধ্যাত্মিক জল্পনা!

Jagannath Temple Puri Viral Video: পুরীতে এবার চরম চাঞ্চল্য!  'পতিতপাবন' পতাকা নিয়ে উড়ে গেল ঈগল? ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য! আধ্যাত্মিক জল্পনা উত্তাল সোশ্যাল মিডিয়া। 

Advertisment

রবিবার এক আশ্চর্যজনক দৃশ্যের সাক্ষী থাকলপুরীবাসী। জগন্নাথ মন্দিরের ‘পতিতপাবন’ পতাকার মত এক টুকরো কাপড়ের টুকরো ঠোঁটে নিয়ে একটি একটি ঈগল উড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফুটেজে দেখা গেছে, ঈগলটি পতাকার মতো কাপড়ের টুকরো মুখে করে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করে এবং পরে সমুদ্রের দিকে উড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে।  অল্প সময়ের জন্য প্রবল দমকা হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঈগলটি প্রথমে মন্দিরের পশ্চিম গেটের কাছাকাছি চক্কর কাটছিল এবং পরে কাপড়টি নিয়ে উড়ে যায়। উল্লেখযোগ্যভাবে, পাখিটির অদৃশ্য হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঝড়ও থেমে যায়। 

Advertisment

যদিও কাপড়টি জগন্নাথ মন্দিরের পবিত্র ‘পতিতপাবন’ পতাকার সঙ্গে যথেষ্ট সাদৃশ্যপূর্ণ ছিল, এখনও নিশ্চিত নয় যে সেটি  আসল পতাকা ছিল কিনা! এ বিষয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত মন্দির প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

এই ঘটনা নিয়ে পুরীজুড়ে ছড়িয়েছে ব্যাপক কৌতূহল, চাঞ্চল্য এবং আধ্যাত্মিক আলোচনা। অনেক ভক্তই মনে করছেন, এটি ঈশ্বরের কোনও বার্তা বা বিশেষ তাৎপর্য বহন করছে। ভিডিওটি ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার হয়েছে।

এই রহস্যময় ঘটনাটি ভবিষ্যতে কীসের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। সত্যি কি এটি কোনও অশুভ সংকেত, নাকি নিছকই একটি বিরল কাকতালীয় ঘটনা? উত্তর লুকিয়ে সময়েই। 

Puri