Advertisment

'ইস্টবেঙ্গল ট্রফি দেয়নি তাই আমি এখন মোহনবাগান সমর্থক'

"আঠারো বছর যে ক্লাব এআইএফ এফ টুর্নামেন্টে ট্রফি দিতে পারেনা, ওই ক্লাবকে সাপোর্ট কেন , ওই ক্লাবের রঙ দেখলে সরে যাওয়া উচিত"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মোহনবাগান দলের টাইটেল ট্র্যাক এখন তাঁর ঠোঁটের গোড়ায়। এরআগে ইস্টবেঙ্গলের গুণ গাইত। এখন ইস্টবেঙ্গলের পাড়ায় পা রাখে না। লাল- হলুদ রঙ দেখলে, পাস কাটিয়ে চলে যায়। কারণ সে এখন নিজেকে মোহনবাগান প্রেমী বলে দাবি করে। আর ইস্টবেঙ্গলকে, লাল হলুদ রঙ সে গায়ে মাখতে চায় না।

Advertisment

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খালি গলায় উচ্চ স্বরে গাইছে, 'আমাদের সূর্য মেরুন, নারির যোগ সবুজ ঘাসে'। এরপরই, মোহনবাগানের নামে জয় ধ্বনি দিচ্ছের সঙ্গে বলে ওঠেন, "আঠারো বছর যে ক্লাব এআইএফ এফ টুর্নামেন্টে ট্রফি দিতে পারেনা, ওই ক্লাবকে সাপোর্ট কেন , ওই ক্লাবের রঙ দেখলে সরে যাওয়া উচিত"।

ভিডিওটি দেখে তীব্র রেগে যায় ইস্টবেঙ্গল সমর্থকরা। অভিজিৎ মণ্ডল ভিডিওটি পোস্ট করে জানায়, ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান হয়েছে।এরা ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক হওয়ার যোগ্য নয়,খেলায় হার জিত থাকে কিন্তু এইরকম মেন্টালিটি একটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছ থেকে আশা করা যায়না।ছিঃ ছিঃ ছিঃ...ধিক্কার জানাই এইসব,সমর্থকদের.....????।আমরা আশা করছি একদিন ঠিকই ফিরবো...এই আশা'টা আমাদের মায়ের ক্লাবের ওপর আছে.. এবং থাকবে..????আর ইস্টবেঙ্গল কারোর ধার বাকি রাখেনা।????সময়ে সুদ আসল সমেত ফেরত দেবে।????

যাই হয়ে যাক মা তোমার পাশে ছিলাম পাশে আছি এবং পাশে থাকবো..❤️????????ও ইস্টবেঙ্গল এগিয়ে চলো, আমরা আছি তোমারই সাথে..❤️????।

viral East Bengal Mohun Bagan viral news
Advertisment