scorecardresearch

বিয়ে সেরেই বি.এড পরীক্ষায় হাজির কনে, হলের বাইরে অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে বর

শেষমেষ পরীক্ষা দিয়ে হাসিমুখে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রিতু।

bride in exam center, bride giving exam, trending news, viral news, bride news, bride education, viral news

বিয়ে শেষে পরীক্ষা দিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গেলেন নববধূ। জীবনে বিয়ে যতটা টা গুরুত্বপূর্ণ, পরীক্ষাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এমনই বার্তা দিয়ে সকলের মন জয় করে নিলেন এই তরুণী। জানা গিয়েছে বি.এড ফাইনাল পরীক্ষা থাকায় বিয়ের পর শ্বশুর বাড়ি না গিয়ে সটান পরীক্ষা কেন্দ্রের হাজির হন নববধূ। সকলেই সঙ্গে বিয়ের সাজেই পরীক্ষা দেন। তাকে দেখে পরীক্ষাকেন্দ্রের বাকী সকলেরই তখন চোখ ছানাবড়া। কিনতি সেসব দিকে কোন নজর নেই তার।

হ্যাঁ পড়াশুনার প্রতি এমনই ভালবাসা দৃষ্টান্ত স্থাপন করেছে। সকলের কাছেই তিনি এক উদাহরণ স্থাপন করেছেন। পরীক্ষা দিয়ে পাস করতেই হবে এমন জেদ নিয়েই  প্রতি বিয়ে করে সরাসরি পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন কনে। হ্যাঁ, ছতরপুরের এমন দৃশ্য ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। বাহারি ফুলের বহরে সাজানো একটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের সামনে এসে থামে এবং কনের সাজে একটি মেয়ে সেখান থেকে নেমে সরাসরি পরীক্ষা দিতে হলে চলে যায়। জানা গিয়েছে কনের নাম রিতু নায়ক। বাড়ি উত্তরপ্রদেশে।

পরিবার সূত্রে খবর, রিতুর বিয়ে হয় বাঁধিকালের আশিস তিওয়ারির সঙ্গে, পরের দিন বিদায়বেলায় শ্বশুর বাড়িতে না গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি বিশ্ববিদ্যালয়ে হাজির হন তিনি। বিএডের পরীক্ষার জন্য। পরিবারের তরফে জানানো হয়, তাদের পরিবার বরাবরই পড়াশুনাকে অনেকটাই গুরুত্ব দেয়, তাই বিএডের একটি পেপার পরীক্ষা দিতে সরাসরি পরীক্ষা কেন্দ্রেই যান কনে। শ্বশুর বাড়িতে না গিয়ে কনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন। এই খবর তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। শেষমেষ পরীক্ষা দিয়ে হাসিমুখে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রিতু।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Educated bride did not go to her in laws house to give the exam made the groom wait outside