New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/egg-spill_759_cgtn.jpg)
গাড়ি বোঝাই সমস্ত ডিম পরে যায় রাস্তায়। যার জেরে ভেঙে সমস্ত ডিম ছড়িয়ে পরে কুসুম।
Advertisment
১২০ মিটার জুড়ে ছড়িয়ে এক লাখেরও বেশী ডিমের কুসুম। রাস্তার বদলে নন-ষ্টিক প্যান হলেই হতে পারত ভুরিভোজ। কিন্তু রাস্তাজুড়ে ছড়ানোতেই যত বিপত্তি। স্বভাবতই দৃশ্যটি দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে চিনের G60N Hangzhou-Jingdezhen হাইওয়েতে। চালক লরি ভর্তি ডিম নিয়ে ছুটে যাচ্ছিলেন হাইওয়ে ধরে। হঠাৎই বেসামাল হয়ে উল্টে যায় ট্রাকটি। গাড়ি বোঝাই সমস্ত ডিম পড়ে যায় রাস্তায়। যার জেরে সমস্ত ডিম ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়ে কুসুম।
ঘটনাস্থলে এসে পৌছান স্থানীয় পুলিশ। লরি চালক কে উদ্ধার করলেও সুরাহা করা যায়নি ডিমের। সুত্রের খবর আনুমানিক প্রায় ৮ লাখ ভারতীয় টাকার ক্ষতি হয়েছে এই দুর্ঘটনার দরুণ।