New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_b6df47.jpg)
প্রয়াত স্ত্রীর ছবি বুকে আগলে দিন গুজরান অশীতিপর বৃদ্ধের, প্রেমের সপ্তাহেই সামনে এল চোখে জল আনা ভিডিও
সত্যিকারের ভালোবাসা আজকাল এই স্বার্থের দুনিয়ায় খুব কমই দেখা যায়।
প্রয়াত স্ত্রীর ছবি বুকে আগলে দিন গুজরান অশীতিপর বৃদ্ধের, প্রেমের সপ্তাহেই সামনে এল চোখে জল আনা ভিডিও
মা-বাবার পর পৃথিবীতে সবচেয়ে সুন্দর আর মজবুত কোনো সম্পর্ক যদি থেকে থাকে, সেটা হল ভালোবাসার সম্পর্ক। যে সম্পর্কে প্রেম থাকে তার চেয়ে বড় সম্পর্ক পৃথিবীতে আর কিছু হতে পারে না। বর্তমান সময়ে সত্যিকারের ভালোবাসা খুব কঠিন। সত্যিকারের ভালোবাসা আজকাল এই স্বার্থের দুনিয়ায় খুব কমই দেখা যায়। কারণ সম্পর্ক যেখানে ভেঙে যায় সেখানে মুহূর্তেই ভালোবাসা শেষ হয়ে যায়। কিন্তু এক ব্যতিক্রমী ভিডিও মানুষের মন ছুঁয়ে গিয়েছে।
পাঞ্জাবের এক বয়স্ক ব্যক্তির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে চোখে জল আসতে বাধ্য। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে এক বয়স্ক ব্যক্তি খাট তৈরি করছেন। ঠিক তখনই এক ব্যক্তি এসে ভিডিও শ্যুট করতে শুরু করেন। এমন সময় বৃদ্ধ তার মানিব্যাগ খোলেন এবং মানিব্যাগ থেকে তাঁর স্ত্রীর একটি সাদা-কালো ছবি বের করেন। জানা গিয়েছে, তাঁর স্ত্রী দুবছর আগেই প্রয়াত হয়েছেন।
ভিডিওতে দেওয়া ক্যাপশন অনুসারে, বৃদ্ধ বলেছেন আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সঙ্গে ছিলাম এবং এখনও সে আমার সঙ্গে আছে। ভিডিওটি সত্যিকারের ভালোবাসার এক নিদর্শন তুলে ধরেছে। প্রেম ভরা ভিডিওটিকে মানুষকে আবেগপ্রবণ করে তুলছে।