New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-261.jpg)
দুনিয়ার সবচেয়ে ছোট সাইকেলে চেপেই বৃদ্ধের তাক লাগানো কেরামতি, ভিডিও দেখে স্যালুট জানাবেন
এটি বিশ্বের সবচেয়ে ছোট সাইকেল।
দুনিয়ার সবচেয়ে ছোট সাইকেলে চেপেই বৃদ্ধের তাক লাগানো কেরামতি, ভিডিও দেখে স্যালুট জানাবেন
বিশ্বের সবচেয়ে ছোট সাইকেল নিয়ে বৃদ্ধের ভেলকি। ভিডিওটি দেখলে আপনিও স্যালুট করবেন। সম্প্রতি এক বৃদ্ধ সোশ্যাল মিডিয়ায় সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার প্রতিভা দেখে সবাই বিস্মিত এবং ভাবছেন কীভাবে এটা সম্ভব?
আপনি কি সাইকেল চালাতে পারেন? এখানেই অনেকেই আছেন যারা সকাল বিকাল সাইকেলিং করেন। আবার অনেকেই আছেন যারা হয়ত সাইকেল চালাতে জানেন না। সম্প্রতি এক বৃদ্ধ সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার সবচেয়ে ছোট সাইকেল নিয়ে এমন বিরল কীর্তি করেছেন যা দখে সকলেই অবাক।
ভিডিওতে আপনি একজন বৃদ্ধ ব্যক্তি এবং তার হাতে বিশ্বের সবচেয়ে ছোট সাইকেল দেখতে পাবেন। আপনি ভাবতে পারেন যে এটি একটি বাচ্চাদের খেলনা সাইকেল। কিন্তু সাইকেলটি খেলনা সাইকেল নয়। রীতিমত রাস্তায় চলে এই সাইকেলটি। ভিডিওতে আপনি দেখতে পাবেন কীভাবে ওই বৃদ্ধ প্যাডেলের ওপর পা রেখে সাইকেলটি চালাচ্ছেন। ওই সাইকেলে করে বৃদ্ধ তাঁর দীর্ঘ সফর করেন। যা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ অবাক হয়ে যায়।
world's smallest bike pic.twitter.com/AO43japMEM
— Enezator (@Enezator) October 23, 2023
এই ভিডিওটি @Enezator নামের একটি পেজ থেকে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটির সঙ্গে ক্যাপশনে বলা হয়েছে যে এটি বিশ্বের সবচেয়ে ছোট সাইকেল। বৃদ্ধের কীর্তি দেখে এক ব্যবহারকারী লিখেছেন- তিনি কীভাবে এটি করতে পারলেন? আরেকজন ব্যবহারকারী লিখেছেন – কী চমৎকার প্রতিভা।