শতায়ু পার বাবাকে গান গেয়ে শোনানোর চেষ্টা, ‘৮০ বছরের ছেলের’, পিতা পুত্রের এমন মধুর সম্পর্কে চোখের জলে ভিজল নেটপাড়া। বাবা-ছেলে দুজনের মধ্যে একটা ‘অন্যরকম বন্ধন’ রয়েছে। কিন্তু আজকের ব্যস্ততার যুগে যখন অনেকেই আছেন যারা কাজের সুবাদে পরিবার থেকে দূরে রয়েছেন, এই ভিডিও তাদের জন্য, বাবা-ছেলের এমন মধুর প্রাণবন্ত সম্পর্ক চোখে জল আনবেই। বয়স যাই হোক না কেন, ছেলে সব সময় বাবার কাছে ছোট সন্তানের মতোই । একইভাবে তাদের দুজনের মধ্যেও এক অন্যরকম প্রেম-ভালোবাসার নির্দশন ফুটে উঠল এই ভিডিওতে।
এই ভিডিওটি টুইটারে @goodpersonSrini অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, “বাবা শতায়ু পার,ছেলে ৮০ ছুঁইছুঁই, পরবর্তী প্রজন্ম কি এমন সম্পর্ক বজায় রাখতে পারবে?” আসলে, ভিডিওতে, প্রায় ৮০ ছুঁইছুঁই এক ব্যক্তিকে তার শতায়ু পার বাবার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। তার বাবা বিছানায় শুয়ে রয়েছেন এবং তিনি ধীরে ধীরে তাঁকে কিছু বোঝানোর চেষ্টা করছেন। বাবা কিছু বুঝতে না পারলে ছেলে বাবার কানের কাছে গিয়ে কথা বলেন। এর পরে, তিনি বাঁশি বাজিয়ে গান শোনানোর চেষ্টা করেন বাবাকে।
ভিডিওটির উৎস জানা না গেলেও তাদের কথোপকথন থেকে জানা যায় তারা দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। জগন্নাথন নামে এক ব্যক্তি পোস্টটির প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভিডিওটি তার পরিবারের বলে উল্লেখ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি ৫লক্ষ বার দেখা হয়েছে। প্রায় ২০ হাজার লাইক এবং দুই হাজারের বেশি রিটুইট হয়েছে এই ভিডিওটি । বাবা-ছেলের এমন রসায়ন দেখে মানুষ জন আবেগাপ্লুত হয়ে পড়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, আপনি খুব ভাগ্যবান। প্রত্যেকেই তাদের বাবা-মায়ের সঙ্গে থাকতে চায়, সকলে সেই সুযোগ পায় না। আপনি সেই সুযোগ পেয়েছেন। এভাবেই বেঁচে থাকুক বাবা-ছেলের ভালবাসার বন্ধন’।