Advertisment

নেই বাসভাড়া, ট্রাইসাইকেলই ভরসা! গনগনে রোদ মাথায় মেয়েকে দেখতে চললেন প্রতিবন্ধী বৃদ্ধা

এই কাহিনী চোখে জল আনতে বাধ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
mother true love,traveled 170 kilometers by bicycle,MP News,mother daughter love,woman traveled 170 kilometers,Madhya Pradesh news,Viral video,Heart Touching Video,Shocking Video,Emotional Video,Guna Elderly Woman Viral Video,Mother Traveled 170 Km In Eight Days,maa,magic,Trending Video,Viral News In Hindi,Viral Video News,zara hatke,ndtv zara hatke videos,news,Social Media,Entertainment News

গনগনে রোদ মাথায় নিয়ে মেয়ের সঙ্গে দেখা করতে ১৭০কিলোমিটার পথ পাড়ি বৃদ্ধার। এমনই কাহিনী সম্প্রতি ঝড় তুলেছে নেটদুনিয়ায়। সন্তানের সুখের জন্য মায়েরা তাদের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। সন্তানের সুখের জন্য যে কোন কঠিন চ্যালেঞ্জকে অনায়াসেই জয় করে নিতে পারেন মায়েরা। এমনই এক বৃদ্ধা মায়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানুষকে আবেগপ্রবণ করে তুলছে। যেখানে মায়ের স্নেহ এবং ভালবাসা দেখে আপনার চোখ জলে ভেসে যেতে বাধ্য। ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ তার মেয়ের সঙ্গে দেখা করতে ট্রাইসাইকেলের সাহায্যে প্রায় আট দিনের যাত্রা শুরু করেছেন। ভিডিও'র ক্যাপশন অনুসারে, ১৭০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মা যাচ্ছেন তার মেয়ের কাছে।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বয়স্ক মহিলাকে ট্রাইসাইকেলের সাহায্য নিয়ে ১৭০ কিলোমিটার দীর্ঘ দূরত্ব অতিক্রম করছেন। ভিডিওটি রাজগড় জেলার কোন এক হাইওয়ের বলে দাবি করা হচ্ছে। মাত্র ১৬ সেকেন্ডের এই ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, 'সম্পর্কের গুরুত্ব'….বাস ভাড়া না থাকায় ট্রাইসাইকেলে করে আট দিনে ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেয়ের কাছে পৌঁছে গেলেন প্রতিবন্ধী মা।'

টুইটার ছাড়াও এই ভিডিওটি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শেয়ার করা হয়েছে। ভিডিওতে, একজন বয়স্ক মহিলাকে এক হাতে ট্রাইসাইকেল টানতে দেখা যায় এবং অন্য হাত দিয়ে সামনের চাকাগুলিকে সামনের দিকে ঠেলতে দেখা যায়। একই সঙ্গে ট্রাইসাইকেলে কিছু লাগেজও বোঝাই করা রয়েছে। মহিলার যাত্রাপথে কোন এক ব্যক্তি তার একটি ভিডিও তৈরি করেন এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কোথা থেকে আসছে, যার উত্তরে বৃদ্ধ মহিলা বলেন, পাচোর। লোকটি জিজ্ঞেস করে আপনি কোথায় থাকেন, মহিলা উত্তরে জানান, রাজগড়ে।

Viral Video
Advertisment