New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-146.jpg)
সন্তানকে বাঁচাতে প্রাণপাত! কুমিরের ভয়ঙ্কর আক্রমণ থেকে হস্তিশাবককে উদ্ধার, ভিডিও ভাইরাল
সন্তানকে বাঁচাতে প্রাণপাত! কুমিরের ভয়ঙ্কর আক্রমণ থেকে হস্তিশাবককে উদ্ধার, ভিডিও ভাইরাল
হস্তি শাবককে বাঁচাতে প্রাণপাত! কুমিরের ভয়ঙ্কর আক্রমণ থেকে নিজের সন্তানকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হল না মা হাতি। এমনই এক হাড়হিম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মা হাতি তার সন্তানকে বাঁচাতে একটি দৈত্যাকার কুমিরের সঙ্গে লড়াই করছে। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন বন আধিকারিক সুশান্ত নন্দা। ভিডিওতে দুটি প্রাণীর মধ্যে মারাত্মক লড়াই দেখে স্তম্ভিত নেটিজেনরা। সন্তানের বিপদে জীবনের ঝুঁকি নিয়েও একজন মা প্রাণপাত করে। এই ভিডিওতেও তার ব্যতিক্রম কিছু হয়না। হস্তি শাবককে কুমিরের আক্রমণ থেকে রক্ষা করতে মা হাতির চূড়ান্ত লড়াইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
The extent to which elephants can go in protecting their calves is mind boggling. Here is a small incidence. The Crocodile had to surrender 👌 pic.twitter.com/ntbmBtZm9F
— Susanta Nanda (@susantananda3) April 14, 2023
ভিডিওতে, একটি বাচ্চা হাতিকে একটি ছোট জলাশয়ে ডুব দিতে দেখা যায়। মা হাতিটিকে তার বাচ্চার পাশে দাঁড়িয়ে তার উপর নজর রাখছিল। হঠাৎই, জলের নীচে লুকিয়ে থাকা কুমিরটি বাচ্চাকে আক্রমণে উদ্ধত হয়। তা দেখেই সন্তানকে বাঁচাতে মা কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়ে। অবশেষে কুমিরটি আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সুশান্ত নন্দা ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন, “সন্তানকে রক্ষা করতে প্রাণপাত মা হাতির, অবশেষে কুমিরটি আত্মসমর্পণ করতে বাধ্য হয়” ।