Advertisment

Emotional video: অসুস্থ মাহুতকে দেখতে সটান হাসপাতালে হাজির হাতি, ভিডিও আপনাকে অবাক করবেই!

সোশ্যাল মিডিয়ায় বন্য প্রাণী নিয়ে নানান ভিডিও সামনে আসে। কখনও কখনও পশুদের হিংস্র রূপ দেখে যেমন আমরা শিউরে উঠি ঠিক তেমনই কখনও কখনও মানুষের প্রতি তাদের ভালবাসা অবাক করে সকলকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Hathi Ka Video,Emotional Video,Google Trends,Elephant Reached Hospital,Hathit Aur Caretaker Ka Video,Rare Video,Beautiful Video"

হাসপাতালে পৌঁছে মাহুতের জন্য যা করেছে হাতিটি ভিডিও না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না।

সকলকে অবাক করে অসুস্থ মাহুতকে দেখতে হাসপাতালে হাজির হাতি। তারপর যা ঘটল…। ভিডিও দেখে আবেগে ভাসলেন সকলে।

Advertisment

দিনরাত যে কোলে পিঠে করে হাতিটিকে বড় করে তুলেছে মানুষটি। তার অসুস্থতার খবর পেয়ে হাতিটি নিজেকে আটকাতে পারেনি। সটান পৌঁছে গিয়েছে হাসপাতালে।

সোশ্যাল মিডিয়ায় বন্য প্রাণী নিয়ে নানান ভিডিও সামনে আসে। কখনও পশুদের হিংস্র রূপ দেখে যেমন আমরা শিউরে উঠি ঠিক তেমনই কখনও কখনও মানুষের প্রতি তাদের ভালবাসা অবাক করে সকলকে ।

সম্প্রতি এক মাহুতের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছে একটি হাতি। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা আপনাকে অবাক করতে বাধ্য। হাসপাতালে পৌঁছে মাহুতকে দেখে হাতিটি যা করেছেন তা ভিডিও না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না।

ভাইরাল হওয়া ভিডিওতেও দেখা যাচ্ছে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মাহুত। হাতিটি সটান তাকে দেখতে হাসপাতালে ছুটে আসে। হাতিটিকে দেখে হাসপাতালে উপস্থিত সবাই অবাক। অবশেষে সবাই মিলে হাতিটিকে তার মাহুতের কাছে নিয়ে আসে। তাকে দেখে হাতিটি মেঝেতে বসে পড়ে। মন খারাপ করে মাহুতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হাতিটি।

@TheFigen_ নামের X হ্যান্ডেলে ভিডিও আপলোড করা হয়েছে। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ৫০ মিলিয়ন বার দেখা হয়েছে।

viral
Advertisment