New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-132.jpg)
জলের পাইপ নিয়ে নিজেই স্নান করছে একটি হাতি, ভিডিও দেখেই চমকে উঠলো নেটপাড়া। সোশ্যাল মিডিয়া ইউজাররা এমিন ভিডিও দেখে বলেছেন 'স্বনির্ভর গজরাজ'!
সোশ্যাল মিডিয়ায় কখন কোন ভিডিও ভাইরাল হবে তা যেমন আগে থেকে বলা মুশকিল, তেমনই কোন ভিডিও কখন নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যাবে তাও আগে থেকে ধারণা করা অসম্ভব। কিছু কিছু ভিডিও এমনই যা দেখে চমকে ওঠেন নেটিজেনরা। সম্প্রতি, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে একটি হাতে জলের পাইপ নিয়ে স্নান করতে দেখা যাচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, 'গজরাজ'কে কারুর সাহায্য ছাড়াই নিজে নিজে স্নান করতে দেখা যাচ্ছে, তাও পাইপের সাহায্যে। ভিডিওটি দেখে একেবারে তাজ্জব নেটপাড়া।
ভাইরাল হওয়া এই ভিডিওতে 'হাতির এমন কামাল' দেখে অবাক সকলেই। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হাতি জলের পাইপের সাহায্যে স্নান করছে। ভিডিওতে হাতির বুদ্ধিমত্তা দেখে তাজ্জব নেটিজেনরা। ভিডিওতে দেখা যায় কীভাবে হাতিটি তার শুঁড়ে পাইপটিকে ধরে রেখে মেজাজে স্নান করতে দেখা যাচ্ছে।
মজার এই ভিডিওটি ইন্ডিয়ান ফরেস্ট আধিকারিক অফিসার সুশান্ত নন্দা তার টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'আমি তাদের বন্দী করে রাখা সমর্থন করি না তবে হাতির বুদ্ধিমত্তার প্রশংসা করতে হবে। ভিডিওটি এখন পর্যন্ত তিন লক্ষ ভিউ সেই সঙ্গে ১১ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি পছন্দ করেছে।
ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'হাতি খুবই বুদ্ধিমান প্রাণী।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'হাতিদের রক্ষা করা উচিত, তাদের ক্ষতি করা উচিত নয়।'