New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_7040cf.jpg)
ভিডিওতে একটি বড় হাতিকে ছোট হাতির ওপর চড়ে রাস্তা দিয়ে যেতে দেখা যাচ্ছে।
ভিডিওতে একটি বড় হাতিকে ছোট হাতির ওপর চড়ে রাস্তা দিয়ে যেতে দেখা যাচ্ছে।
ভিডিওতে একটি বড় হাতিকে ছোট হাতির ওপর চড়ে রাস্তা দিয়ে যেতে দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও সামনে আসে যা দেখে কার্যত হতবম্ভ হয়ে যেতে হয়। তেমনই এক আশ্চর্যজনক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে সবাই অবাক। ভিডিওতে একটি বড় হাতিকে ছোট হাতির ওপর চড়ে রাস্তা দিয়ে যেতে দেখা যাচ্ছে।
আসলে Tata Ace-এর মতো গাড়ি, যেগুলি পণ্য বহন করে থাকে সেই গাড়িগুলি ছোট হাতি নামেও পরিচিত। সম্প্রতি, একটি হাতিকে এমন একটি গাড়িতে চড়ে যাত্রা উপভোগ করতে দেখা গেছে। রাস্তার এই দৃশ্য দেখে কেউ নিজের ক্যামেরায় বন্দি করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভাইরাল এই ক্লিপে দেখা যাচ্ছে, কীভাবে একটি ছোট হাতিতে রাস্তায় প্রচণ্ড গতিতে চলছে যার উপরে একটি বড় হাতি চড়ছে। টেম্পো গাড়িতে চড়ে এই হাতিটিকে দেখে মানুষের মনে নানা প্রশ্ন উঠছে।এই ভিডিওটি @jani_saab_0288 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দ্রুতগামী গাড়িতে থাকা হাতির পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। সেই সঙ্গে হাতির কানও নড়ছে। এই ভিডিওটি এখন পর্যন্ত 1 লাখ 22 হাজারের বেশি মানুষ লাইক করেছেন। ভিডিওটিতে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন।