/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-68.jpg)
দুটি হাতি একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত, শুরু প্রচণ্ড লড়াই! ভাইরাল এই ভিডিওটি আইএফএস আধিকারিক টুইটারে শেয়ার করেছে। দুটি হাতির মধ্যে প্রচণ্ড লড়াইয়ের ভিডিও দেখে নেটিজেনরা একেবারে হতবাক। হাতিদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে নানান মজার ভিডিও ভাইরাল হয়। কখনও মানুষের সঙ্গে মজায় মেতে থাকতে তো আবার কখনও প্রচণ্ডে গরমে নিজে নিজেই স্নান করতে দেখা যায় হাতিকে। হাতি এমনিতে শান্ত স্বভাবের হলেও রেগে লেগে আর রক্ষে নেই। এমনই এক হাড়হিম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে দুটি হাতি একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে দেখা যাচ্ছে।
টুইটার শেয়ার করা এই ভিডিওতে দেখা যায় কীভাবে দুটি হাতি মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা একে অপরকে ধীরে ধীরে আক্রমণ করার চেষ্টা শুরু করে। কিছুক্ষণ পর তাদের লড়াই চরম পর্যায়ে পৌঁছায়। টুইটারে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে "টাইটানদের সংঘর্ষ!"
Clash of Titans !!
VC: WA forward @rameshpandeyifs@susantananda3pic.twitter.com/CSD71uBHYV— Saket Badola IFS (@Saket_Badola) May 4, 2023
ক্লিপটি শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। ক্লিপটি এখন পর্যন্ত ১০হাজারের বারের বেশি দেখা হয়েছে এবং এই সংখ্যাটি ধীরে ধীরে বাড়ছে। ভিডিওতে অনেকের মন্তব্যও সামনে এসেছে। মানুষজন এই ভিডিওটিকে বিরল বলে বর্ণনা করেছেন, একই সঙ্গে ভিডিও দেখে সকলেই স্তম্ভিত। কেউ কেউ কমেন্টে লিখেছেন, তারা আগে কখনও হাতিদের একে অপরের সঙ্গে লড়াই করতে দেখেননি।