হঠাৎ করে ভারসাম্য হারিয়ে হাইওয়েতে জরুরি অবতরণ বিমানের, তোলপাড় ফেলা ভিডিও এখন চর্চায়

ভিডিওটি এখন পর্যন্ত ১৭ লাখেরও বেশি মানুষ দেখেছেন।

ভিডিওটি এখন পর্যন্ত ১৭ লাখেরও বেশি মানুষ দেখেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Shocking Video, Viral Video news, Pilot landed plane, trending Video, Viral News in hindi, Shocking Video

ব্যস্ত হাইওয়েতে হঠাৎ করে জরুরি অবতরণ বিমানের।

ব্যস্ত হাইওয়েতে হঠাৎ করে জরুরি অবতরণ বিমানের। শুনেই চমকে উঠলেন? এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছেন নেটপাড়ার সকলেই।

Advertisment

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিমানকে হাইওয়েতে জরুরি অবতরণ করতে।  ভিডিওটি দেখলে বোঝা যায়, বিমানটির আকার বেশ ছোট এবং হাইওয়েতে অবতরণ করাটা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে  বিমানটি হাইওয়েতে অবতরণ করছে দেখে মনে হচ্ছে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা খাবে, কিন্তু পাইলটের বুদ্ধিমত্তার কারণে এমন কিছুই ঘটেনি এবং পাইলট দক্ষ হাতে বিমানটিকে অবতরণ করেন। @crazyclipsonly নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ১৭ লাখেরও বেশি মানুষ দেখেছেন। এই ভিডিও আজকাল মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisment

বর্তমান সময়ে দিনের বেশির ভাগ সময় কেটে যায় মোবাইলের স্ক্রিন স্ক্রল করতে করতে। নানান ভিডিও আমাদের সামনে আসলেও কিছু ভিডিও এমনই যে তা দেখে চোখ স্থির হয়ে যেতে বাধ্য।  কিছু কিছু ভিডিও আমাদের হতবাক করে দেয়। সম্প্রতি এমনই একটি ভিডিও মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এটা দেখে আপনি হতবাক হয়ে যাবেন।

Viral Video