Advertisment

মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর ক্রিস্টিনাকে প্রথম দেখে তাঁর পোষ্য যা করলেন...

কে বেশি উত্তেজিত ছিল জানিনা। কিন্তু সে যে আমায় এক বছর পরও মনে রেখেছে। সেটাতে অবাক হয়েছি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ক্রিস্টিনা কোচকে দেখে আনন্দে আত্মহারা তাঁর পোষা কুকুর। যে ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। বছর খানেক মহাকাশে কাটিয়ে পৃথিবীর মাটিতে পা রেখেছেন ক্রিস্টিনা কোচ। তথ্য বলছে, ইনি প্রথম মহিলা, যিনি দীর্ঘদিন মহাকাশে কাটালেন এবং নিরাপদে পৃথিবীর মাটিতে ফিরে এসেছেন। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে কাজাখাস্তানে ল্যান্ড করেছেন তিনি। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরে আসেন। বাড়িতে প্রবেশ করার পর আনন্দে আত্মহারা হয়ে ওঠে তার পোষ্য।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দরজা খোলার আগেই, দু পায়ে দাড়িয়ে দরজা দিয়ে বাইরের দিকে দেখছে কুকুরটি। এরপর মহাকাশচারী ক্রিস্টিনা কোচ বাড়িতে ঢুকতেই লেজ নাড়িয়ে ছটপট করতে থাকে সে। একবার করে ক্রিস্টিনার কাছে আসে, আবার দূরে চলে যায়। আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ক্রিস্টিনা টুইটারে ভিডিওটি পোস্ট করে জানায়, কে বেশি উত্তেজিত ছিল জানিনা। কিন্তু সে যে আমায় এক বছর পরও মনে রেখেছে। সেটাতে অবাক হয়েছি।

দেখুন ভাইরাল ভিডিও...

viral news viral
Advertisment