Advertisment

Fevicol সরাতে পারতেন না রোনাল্ডো! ইউরোয় কোলা বিতর্কে এবার জড়াল ভারতীয় আঠাও

UEFA Euro 2020, Ronaldo vs Coca cola : সাংবাদিক সম্মেলনে ইউরোর অন্যতম স্পন্সর সংস্থা কোকাকোলার বোতল সরিয়ে দিয়ে বিতর্কে রোনাল্ডো।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইউরোয় খেলতে নেমে কোকাকোলার বোতল সাংবাদিক সম্মেলনে সরিয়ে দিয়ে হইচই ফেলে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপরে সোশ্যাল মিডিয়ায় শুধু মিমের বন্যা বয়ে গিয়েছে, তা নয়। মার্কিন নরম পানীয় সংস্থা কোকাকোলা ৪ বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। তবে রোনাল্ডো আর কোকাকোলার এমন ঘটনার মধ্যেই ঢুকে পড়েছে ফেভিকল। ফেভিকল সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় তুলে দিয়েছে।

Advertisment

ঘটনার সূত্রপাত হাঙ্গেরি ম্যাচের আগে। ইউরোয় প্রথম ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে নামার আগে পর্তুগালের প্রেস কনফারেন্সে রাখা ছিল কোলার বোতল। তা দেখেই চটে যান মহাতারকা। কিছুটা রুষ্ট হয়েই কোলার বোতল তুলে পর্তুগিজ ভাষায় বলেন ‘আগুয়া’ (জল)। অর্থাৎ নরম পানীয়র বদলে পানীয় জল পান করার পরামর্শ দেন প্রত্যেককে। সেই বোতল তৎক্ষণাৎ সরিয়ে দেন সিআরসেভেন।

আরো পড়ুন: শনিবারই আর্জেন্টিনা-উরুগুয়ের মহাযুদ্ধ কোপায়! কখন, কোন চ্যানেলে দেখবেন মেগা-দ্বৈরথ, জানুন

সেই ঘটনা যথারীতি সাড়া ফেলে দিয়েছিল নেট মাধ্যমে। অনেকেই অমৃতা রাওয়ের "জল লিজিয়ে" ঘটনার সঙ্গে সাদৃশ্য এনে মিমও বানানো শুরু করে দিয়েছিলেন। তারপরেই ভারতীয় আঠা প্রস্তুতকারক সংস্থা ফেভিকল সেই মিম চর্চায় যোগ দেয়।

ফেভিকল পর্তুগালের সেই সাংবাদিক সম্মেলনের সেই ছবি শেয়ার করে। যেখানে দেখা যায় দুটো ফাঁকা চেয়ার। সামনে মাইক্রোফোনের কাছে রাখা ফেভিকলের বোতল। ক্যাপশনে লেখা, "হায়নি মেরা কোকা কোকা কোকা…" (জনপ্রিয় হিন্দি গানের লাইন)। হ্যাশট্যাগে লেখা হয়েছে, "ফেভিকল জোড়", "মজবুত জোড়"। অর্থাৎ, প্রেস কনফারেন্স রুমে কোকা কোলার বদলে যদি ফেভিকলের বোতল থাকত, তাহলে আঠার মত লেগে থাকার কারণে রোনাল্ডো মোটেই সেই ফেভিকল সরাতে পারতেন না। পরে হতাশ হয়ে সুপারস্টার প্রস্থান করতেন।

এমন সৃজনশীল এন্ডোর্সমেন্ট শীঘ্রই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে নেয়। শীঘ্রই ফেভিকলের সঙ্গে রোনাল্ডোকে জুড়ে নতুন মজার মজার মিম বানানো হতে থাকে।

ফেভিকলের মতোই সৃজনশীলতা দেখিয়েছে আমূলের মার্কেটিং টিমও। আমূল নিজেদের বিজ্ঞাপনে যা শেয়ার করেছে সেখানে দেখা যাচ্ছে আমূল বালিকা একটি প্রেস কনফারেন্স রুমে রয়েছে মাখনে ভরপুর হয়ে। সঙ্গে রয়েছে মিষ্টি দুধও। ফুটবল থাকা সেই ছবির ক্যাপশন, "কারোর অনুভূতিতে আঘাত করছি না। আমূলকে কখনো সরানো যাবে না।"

ঘটনা যাইহোক, পর্তুগিজ সুপারস্টার সরাসরি নরম পানীয়ে অনাস্থা প্রকাশ করায় শেয়ার বাজারে কোকাকোলার দাম ৫৬.১০ মার্কিন ডলার থেকে ৫৫.২২ মার্কিন ডলার হয়ে গিয়েছে। ২৪২ বিলিয়ন ইউএসডি থেকে মার্কেট ভ্যালু কমে গিয়েছে ২৩৮ বিলিয়ন ইউএসডিতে। রোনাল্ডোর ঘটনায় কড়া বিবৃতি দিয়ে কোকাকোলা জানিয়েছে, "প্রত্যেকেরই নিজেদের পছন্দের পানীয় বেছে নেওয়ার অধিকার রয়েছে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cristiano Ronaldo Euro Cup ronaldo Trending
Advertisment