Advertisment

মহাজাগতিক রোমাঞ্চ, আলোকজ্জ্বল 'প্রজাপতি' আকাশে

কী এই উজ্জ্বল 'প্রজাপতি'?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহাজাগতিক রামাঞ্চকর দৃশ্য ধরা পড়ল জ্যোতির্বিজ্ঞানীদের টেলিস্কোপে। সম্প্রতি করোনা পরিস্থিতিতে যেখানে আগে ১০০টি তারা দেখা যেতে। এখন সেখানে প্রায় ২০০ টি তারা দেখা যাচ্ছে। সেই নক্ষত্র তারার খোঁজে টেলিস্কোপ মারফত মহাকাশষে চোখ রেখেছিলেন বিজ্ঞানীদের দল। তারা হঠাত্্ই দেখতে পান, সৌরজগতের ছায়াপথ মিল্কিওয়েতে আলোকোজ্জ্বল, বর্ণময় একটি ‘প্রজাপতি’র মতো আকারের কিছু একটা জিনিস।

Advertisment

ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরি (ESO) টেলিস্কোপে ধরা পড়েছে এই রোমাঞ্চকর দৃশ্য। চোখ জুড়িয়ে যাওয়ার মতো এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল।

কী এই উজ্জ্বল 'প্রজাপতি'?

জানা যাচ্ছে, আলোকোজ্জ্বল, বর্ণময় একটি ‘প্রজাপতি’টি আসলে নীহারিকাদের মাঝে মৃত তারার থেকে নির্গত হিলিয়াম, হাইড্রোজেনের মতো বিভিন্ন গ্যাসের সংমিশ্রণে তৈরি হওয়া একটি আলোকধাঁধা!

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ৬,৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত মিল্কিওয়েতে এমন দৃশ্য কোনও দিন দেখা যায়নি। প্রজাপতির চারপাশটা লালচে বর্ণের উজ্জ্বল আলো। মনে করা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ফলে এমনটা তৈরি হয়েছে।

Read the full story in English

NASA viral ISRO
Advertisment