New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/viral-video-HP-feature.jpg)
গাড়ি পিছিয়ে নিয়ে যেতে থাকে পর্যটকরা। কিন্তু বরফের চাঁইয়ের গতি বেশি ছিল। খাদের ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ক্রমশ ঢেকে দেয় সেই বরফ।
২.২০ মিনিটের ভিডিও, যা দেখে আঁতকে উঠেছে নেট পাড়ার জনতা। তবে যিনি ভিডিওটি তুলেছেন, তিনি দাবি করেছেন, বাস্তবে বরফের ধস দেখার অভিজ্ঞতাই আলাদা। একটু একটু করে এগিয়ে আসছে চাঁই চাঁই বিশালাকার বরফ। ঘটনাস্থলে দাঁড়িয়ে অনেকেই ফোনে ভিডিও রেকর্ড করছিলেন। পর্যটকরা গাড়ি থেকে নেমে পড়েন। গাড়ি পিছিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু বরফের চাঁইয়ের গতি বেশি ছিল। খাদের ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ক্রমশ ঢেকে দেয় সেই বরফ।
এই ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কিন্নরে টিঙ্কু নাল্লাহ এলাকায়, NH-5 এর উপর। নাভিদ ট্রামবু নামের এক টুইটার ইউজার এই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন: সেকী কাণ্ড! সক্কাল সক্কাল কুকুরের সঙ্গে সংগীত চর্চা!ভাইরাল ভিডিও
দেখুন ভিডিও...
Ever seen the force of a moving glacier in real-time? This is in Tinku nallah near Pooh on NH-5, Kinnaur, HP.. #ClimateChange is not a distant reality. pic.twitter.com/J7ifxaAh1g
— Naveed Trumboo IRS (@NaveedIRS) January 13, 2020