Advertisment

নাতনি হওয়ার সময় দিদাকে ঢুকতে দেওয়া হবে না লেবার রুমে, কিন্তু কেন?

দ্বিতীয় সন্তান প্রসবের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দিদাকে ডেলিভারি রুমে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পূর্ববর্তী ঘটনার জন্য দ্বিতীয় সন্তানের জন্মের দিন ডেলিভারি রুমে মাকে প্রবেশ করতে বারন করেছেন মেয়ে। কারণ সোশাল মিডিয়ায় পোস্ট করার পর, জানাজানি হওয়া মাত্রই ভাইরাল গোটা ঘটনা।

Advertisment

মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছয় ঘণ্টা প্রসব যন্ত্রণা সহ্য করার পর যখন প্রসবের সময় এসেছে তখন তার এক পা ধরে থাকেন স্বামী ও অন্য পা ধরে ছিলেন মা। চাপ দিয়ে সদ্যজাতকে বের হতে সাহায্য করছিলেন মা। শেষ সময়ে যখন সদ্যজাতর মাথা ও তার চুল দেখা যায় তখন তার মা উত্তেজনার বসে শিশুকে সাহায্য করতে সদ্যজাতর চুলের মুটি ধরে তাঁকে বের করে আনতে যায়। যা দেখে রীতিমত তেলে বেগুনে জলে ওঠে মেয়ে। তাই দ্বিতীয় সন্তান প্রসবের সময় সিদ্ধান্ত মেয়ে সিদ্ধীন্ত নিয়েছেন যে দিদাকে ডেলিভারি রুমে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন: ‘এমনই হোক ভালোবাসা’, স্বামীর কাণ্ডকারখানায় মন্তব্য সোশাল মিডিয়ার

কারণ মেয়ে পূর্ববর্তী ঘটনার পুনরাবৃত্তি চায় না। সন্তানের মা  রেডিট সোশাল মিডিয়ায় জানিয়েছেন, "প্রথম সন্তানের চুল দেখতে পান মা। তিনি উত্তেজিত হয়ে পড়েন। তখনই চুল ধরে তাকে টেনে বের করে আনতে যায়। প্রসবের পর দেখতে পাই আমার কন্যা সন্তান হয়েছে। কিন্তু তার মাথার চুল সোজা হয়ে দাড়িয়ে রয়েছে"।

আরও পড়ুন:মুখেই তারস্বরে বাজছে ট্রাক বাসের হর্ন, শুনে চমকে গেছে সোশাল মিডিয়া

এই ঘটনা সম্প্রতি সোশাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়ে পড়ছে।

viral
Advertisment