New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-303.jpg)
দাউ দাউ করে জ্বলে উঠলো শখের দামি গাড়ি। তোলপাড় ফেলা এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।
দাউ দাউ করে জ্বলে উঠলো শখের দামি গাড়ি। তোলপাড় ফেলা এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
দাউ দাউ করে জ্বলে উঠলো শখের দামি গাড়ি। তোলপাড় ফেলা এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে নয়ডা এক্সপ্রেসওয়েতে একটি চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। তথ্য অনুযায়ী, গাড়িটি গ্রেটার নয়ডা থেকে নয়ডার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ করেই চলন্ত গাড়িতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও দমকলবাহিনী। ঘটনার জেরে এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি গাড়িতে করে নয়ডা এক্সপ্রেসওয়ে হয়ে গ্রেটার নয়ডার দিকে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। এক্সপ্রেসওয়ের সেক্টর-১৬৬-এর কাছে একটি ফোর্ড ইকোস্পোর্ট গাড়িতে হঠাৎ আগুন লাগে।
नोएडा एक्सप्रेसवे पर चलती कार में लगी आग #Noidaexpressway #Car #Fire pic.twitter.com/DuQPmPobFv
— mishikasingh (@mishika_singh) August 26, 2023
চলন্ত গাড়িতে আগুন লাগার কারণে এক্সপ্রেসওয়েতে পথচারীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিজেল গাড়িতে ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় কোন প্রাণহানির খবর মেলেনি। তবে গাড়িতে থাকা সকল নথি পুড়ে ছাই হয়ে যায়।