New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-48.jpg)
দুর্লভ কালো বাঘের ভিডিও অবাক করেছে লাখ লাখ মানুষকে
ইন্ডিয়ান ফরেস্ট অফিসার রমেশ পান্ডে ‘মেলানিস্টিক বাঘের’ ভিডিও শেয়ার করেছেন।
দুর্লভ কালো বাঘের ভিডিও অবাক করেছে লাখ লাখ মানুষকে
কালো বাঘ দেখেছেন কখনও! অনেক মানুষ’ই রয়েছেন যারা এখনও কালো বাঘ দেখেননি। আজ সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে দুর্লভ কালো বাঘের এক বিরল ভিডিও। ওড়িশায় দেখা মিলল কালো বাঘ। IFS আধিকারিক এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘অত্যন্ত বিরল’। ইন্ডিয়ান ফরেস্ট অফিসার রমেশ পান্ডে (IFS রমেশ পান্ডে) টুইটারে ‘মেলানিস্টিক বাঘের’ ভিডিও শেয়ার করেছেন। ওড়িশায় এই বাঘ দেখা গেছে।
ওড়িশার সিমিলিপাল টাইগার রিজার্ভে দেখা গিয়েছে বিরল প্রজাতির এই বাঘ। এটিই একমাত্র জায়গা যেখানে আমরা কালো বাঘ দেখতে পাই। ভিডিওটি ১ আগস্ট শেয়ার করা হয়েছে এবং এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ভিউ হয়েছে ভিডিওটিতে। সেই সঙ্গে ১৬০০ লাইকও পেয়েছে এমন সুন্দর একটি ভিডিও।
Beautiful camera trap video of a melanistic tiger in Similipal Tiger Reserve, Odisha, the only place where we see blackish tigers because of genetic mutations in the population. pic.twitter.com/KXqvjX8tvs
— Ramesh Pandey (@rameshpandeyifs) August 1, 2023
কালো বাঘ দেখে অবাক ইন্টারনেট ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, কালো বাঘ সম্পর্কে প্রথমবার শুনলাম, একবার দেখার চেষ্টা করব। আরেকজন মন্তব্য করেছেন, মেলানিস্টিক বাঘ? বাহ, আমি কখনও বাঘ দেখিনি যার চামড়ায় এত কালো দাগ আছে? তৃতীয় ইউজার লিখেছেন অবিশ্বাস্য…কি দারুন।! বাঘের এই রঙের কারণও জানতে চেয়েছেন অনেকেই। বাঘের রং কালো হওয়ার পেছনের কারণ হল জেনেটিক মিউটেশন। কালো রঙের বাঘ খুবই বিরল। এটি ২০০৭ সালে সিমলিপাল টাইগার রিজার্ভে প্রথম দেখা গিয়েছিল।