Advertisment

Fact Check: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ডোনাল্ড ট্রাম্পের? ভাইরাল ছবির সত্যতা জানুন

Fact Check: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে,দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Fact Check Donald Trump

ট্রাম্প পুনরায় আমেরিকার রাষ্ট্রপচি নির্বাচিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশ সংক্রান্ত তাঁর একটি ছবি।

[এই ছবিটির সত্যতা যাচাই করেছে bangla.aajtak.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ]

Advertisment

Fact Check: দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভোটপর্ব চলাকালীন ২১ অক্টোবর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালগউদের উপরে হওয়া অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ট্রাম্প পুনরায় আমেরিকার রাষ্ট্রপচি নির্বাচিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশ সংক্রান্ত তাঁর একটি ছবি।

তথাকথিত সেই ছবিতে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন ট্রাম্প।

উদাহরণস্বরূপ এক ফেসবুক ইউজার ভাইরাল ছবিটি পোস্ট করে লিখেছেন, "ইউসুফ সরকারের চরম মূল্য দেওয়া শুরু! ডোনাল্ড ট্রাম্প নির্বাচিতে হয়েই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন। এরমধ্যেই ট্রাম্প হাসিনাকে ফোন করে প্রধানমন্ত্রী পদে ফিরে আসার জন্য অনুরোধ করা শুরু করে দিছে।"

fact check trump 1

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবিটি এডিট করে সেখানে মুজিবুর রহমানের একটি ছবি বসানো হয়েছে। আসল ছবিতে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে এসে দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

কীভাবে জানা গেল সত্য

ভাইরাল ছবি ও দাবির সত্যতা জানতে সেটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ভাইরাল ছবির সঙ্গে সাদৃশ্য যুক্ত দ্য কুইন্টের একটি প্রতিবেদন পাওয়া যায়। কিন্তু কুইন্টের প্রতিবেদনে ব্যবহৃত সেই ছবিতে মুজিবুর রহমানের কোনও ছবির অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসেন তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সফর চলাকালীন ওই বছরের ২৫ ফেব্রুয়ারি স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। 

fact check trump 2

এরপর এই সংক্রান্ত পরবর্তী সার্চে ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স হ্য়ান্ডেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি একটি পোস্ট পাওয়া যায়। যেখানে ভাইরাল ছবির সঙ্গে সাদৃশ্য যুক্ত এবং দ্য কুইন্টের প্রতিবেদনে ব্যবহৃত ওই একই ছবির পাশাপাশি আরও কয়েকটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, "আমেরিকার জনগণ ভারতের সার্বভৌমত্ব নিয়ে মহাত্মা গান্ধীর দর্শনকে সন্মান করে। আর সেই উদ্দেশ্যেই রাজঘাটে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প।"

পরবর্তী সার্চে ২০২০ সালের ২৫ ফ্রেব্রুয়ারি মার্কিন সংবাদমাধ্যম CNN-এ প্রকাশিত একটি প্রতিবেদনেও এই একই ছবি ব্যবহার করে ছবিটিকে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে ডোনাল্ড ট্রাম্পের শ্রদ্ধাঞ্জলি নিবেদন হিসাবে উল্লেখ করা হয়েছে।  ভাইরাল এবং CNN-এর প্রতিবেদনে ব্যবহৃত উভয় ছবিকে পাশাপাশি রেখে তুলনা করলে এটা স্পষ্ট হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্পের মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবিটি এডিট করেই ভাইরাল ছবিটি বানানো হয়েছে। নিচে ভাইরাল ছবি ও CNN-এর প্রতিবেদনে ব্যবহৃত ছবির তুলনা দেখা যাবে।

fact check trump 3

এর থেকে প্রমাণ হয় যে মহাত্মা গান্ধীর সমাধিতে ডোনাল্ড ট্রাম্পের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবিকে মিথ্যে দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। 

[এই ছবিটির সত্যতা যাচাই করেছে bangla.aajtak.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ]

Sheikh Mujibur Rahman viral news Bangladesh Donald Trump Muhammad Yunus
Advertisment