<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে Newschecker.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>
সোনার বিস্কুট বিলি করেছে বিজেপি? নির্বাচনের আগে এমন অভিযোগকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার কাণ্ড। অভিযোগ কে কেন্দ্র করে কী জানাল পদ্ম শিবির?
গোটা দেশ যখন নির্বাচনী উত্তাপে ফুটছে ঠিক তার মাঝেই ভোটারদের সোনার বিস্কুট বিলির অভিযোগকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট এবার ভাইরাল। তবে সত্যি কী ভোটের আগে ভোটারদের খুশি করতেই সোনার বিস্কুট বিলি করেছিল পদ্ম শিবির?
মুম্বই বিজেপির নেতা অজয় বুদগুজর এই সোনার বিস্কুট উদ্ধারের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছিলেন যে সোনার বিস্কুট নয় বরং কবলমাত্র সুগন্ধীর বোতল উদ্ধার করেছে পুলিশ।
পাশাপাশি তিনি নিউজ চেকার.ইন কে জানিয়েছেন, ৯ মে রাতে আমাকে চিরাগ নগর পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষন অপেক্ষার পর পুলিশ তদন্ত শুরু করে। আমার গাড়ি তল্লাশি করে কেবলমাত্র নির্বাচনী সামগ্রী উদ্ধার করে পুলিশ। একটিও সোনার বিস্কুট উদ্ধার হয়নি। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় সোনার বিস্কুট উদ্ধারের গুজব রটতে থাকে।”
যদিও সোনার বিস্কুট উদ্ধার হওয়ার ঘটনাকে ভুয়ো বলে উল্লেখ করেছেন চিরাগ নগর থানার এক আধিকারিক। তিনি এই প্রসঙ্গে বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওই তল্লাশি চালানো হয়। তবে সোনার বিস্কুট উদ্ধার হয়নি।
<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে Newschecker.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>