<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে Newschecker.in অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>
আগামী ২০শে মে হুগলি লোকসভা কেন্দ্রের ভোট। নির্বাচনী প্রচার যখন তুঙ্গে ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে শাসকদলের দাপুটে নেতাকে হাত জোড় করে কান্নাকাটি করতে।
দুঁদে রাজনীতিবিদ, দাপুটে আইনজীবী হিসেবেই পরিচিত শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি শাসক দলের সেই দাপুটে নেতা কল্যান বন্দোপাধ্যায়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখা, 'শ্রীরামপুর লোকসভা আসনের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে দেখে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর প্রাক্তন শ্বশুর, তথা শ্রীরামপুরের তিনবারের সাংসদ এবং ২৪-এর লোকসভা ভোটে শাসকদলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা একবার দেখুন।'
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েতেই শোরগোল পড়ে গিয়েছে। মানুষজন বেশ মজার কমেন্টও করেছেন এই পোস্টকে ঘিরে। লোকসভা ভোটের উত্তাপের মাঝে এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চাও। অনেকে প্রশ্নও তুলেছেন 'হার নিশ্চিত জেনেই কী এভাবে হাউ হাউ করে কান্না কল্যানের'? কিন্তু সত্যিই কী সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে দেখেই এভাবে কান্নায় ভেঙে পড়লেন এই দুঁদে রাজনীতিবিদ?
সম্প্রতি শ্রীরামপুরের দাপুটে তৃণমূল নেতার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটি বেশ পুরোনো। নিউজচেকার ভিডিওটির 'ফ্যাক্ট চেক' করে দেখেছে ভিডিওটি ২০২১ সালের ১৪ই অক্টোবরের! অষ্টমীর সন্ধি পুজোয় আবেগপ্রবণ মা দুর্গার সামনে হাউ হাউ করে কেঁদে ফেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিগ্ববিদিক জ্ঞান শূন্য হয়ে সকলের সামনে চোখের জলে ভাসলেন তৃণমূল নেতা। তাঁকে এভাবে কাঁদতে দেখে অবাকও হন সেখানে উপস্থিত সকলেই।
<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে Newschecker.in অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>