Advertisment

Fact Check: ভিভিপ্যাট মেশিনে কারচুপি, লোকসভা ভোটে জয়ের চেষ্টা বিজেপি, জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করা হচ্ছে যে ভিভিপ্যাট ও ইভিএম মেশিনে কারচুপি করে এবারের লোকসভা ভোট জয়ের চেষ্টা করছে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
viral

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করা হচ্ছে যে ভিভিপ্যাট ও ইভিএম মেশিনে কারচুপি করে এবারের লোকসভা ভোট জয়ের চেষ্টা করছে বিজেপি।

<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে Newschecker.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>

Advertisment

ভিভিপ্যাট মেশিনে কারচুপি করে লোকসভা ভোট জয়ের চেষ্টায় বিজেপি? ভুয়ো দাবি-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ালো পুরনো ভিডিও

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করা হচ্ছে যে ভিভিপ্যাট ও ইভিএম মেশিনে কারচুপি করে এবারের লোকসভা ভোট জয়ের চেষ্টা করছে বিজেপি। চারশো আসন লাভের চেষ্টা করছে পদ্ম শিবির। ভিডিও ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, “এইভাবে 400 পার…”।

ভাইরাল ভিডিওটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় ২০২২ সালের ১৩ ডিসেম্বর একই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল এবং সেটাকে গুজরাটের ভাবনগর বিধানসভার বলে দাবি করা হয়েছিল।

এরপর সার্চ করলে আমরা দেখতে পাই, ওই এক্স পোস্টটির নিয়ে প্রতিক্রিয়াও দিয়েছিল ভাবনগরের জেলা শাসক। ওই প্রতিক্রিয়ায় জানান হয়েছিল- নির্বাচন কমিশনের নিয়মানুসারে যেকোনও নির্বাচনের ফলাফল গণনার পর ভিভিপ্যাট মেশিন থেকে স্লিপ বের করে নেওয়া হয়। এরপর সেই স্লিপ একটি কালো খামে ঢুকিয়ে এবং সেটা সিল করে দেওয়া হয়। এরপর ওই ভিভিপ্যাট মেশিনকে অন্য নির্বাচনের কাজে লাগানো হয় এবং গোটা বিষয়টাই ভিডিয়োগ্রাফির মাধ্যমে হয়। এরপর তার একটা কপি স্ট্রংরুমে রেখে দেওয়া হয় এবং অপর কপি সংশ্লিষ্ট জেলা নির্বাচনী অফিসে রাখা হয়। যদিও ভিডিওটি ভাবনগরের কোনও জায়গার তা আধিকারিকদের তরফে উল্লেখ করা হয়নি।

ভিডিওটি ২০২২ সালের ডিসেম্বর মাসে। আরও অনেকেই, একই তথ্য-সহযোগে ভিডিওটি পোস্ট করেছিলেন।

এই নিয়ে নির্বাচন কমিশনের একটি নির্দেশও নজরে পড়েছে। যেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে, ফলাফল ঘোষণার পর ভিভিপ্যাট মেশিন থেকে স্লিপ বের করে, একটি কালো খামে ভরে এবং মুখ সিল করে রাখতে হবে।

সুতরাং এখন থেকে বোঝাই যাচ্ছে, ভাইরাল ভিডিওটি সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কোনও যোগ নেই। ভিডিওটি পুরনো এবং ভাবনগরের জেলা শাসকের দফতর এটা স্পষ্ট করেই দিয়েছে যে ভিডিওটি সেখানকার।

<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে Newschecker.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>

viral
Advertisment