Fact Check: খালি বালতি-হাতাতেই খাবার পরিবেশন, ভোট উত্তাপের মাঝে চোখে ধুলো দিলেন মোদী! ভাইরাল ছবির সত্যতা জানুন

মোদীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে মোদীকে খালি বালতি নিয়ে হাতা-সহ খাবার পরিবেশনের ভঙ্গিমায় রয়েছেন তিনি।

মোদীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে মোদীকে খালি বালতি নিয়ে হাতা-সহ খাবার পরিবেশনের ভঙ্গিমায় রয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
"PM Modi"," Patna Sahib"," Takhat Sri Harimandir Ji"," PM Modi in Patna"," Bihar news

মোদীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে মোদীকে খালি বালতি নিয়ে হাতা-সহ খাবার পরিবেশনের ভঙ্গিমায় রয়েছেন তিনি।

<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে Newschecker.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>

Advertisment

ভোট প্রচারে বেরিয়ে নেতাদের দলীয় কর্মীদের বাড়িতে, সমাজের বিশেষ অংশের পিছিয়ে পড়া মানুষদের বাড়িতে গিয়ে জনসংযোগ বাড়াতে পাত পেড়ে খেতে দেখা যায় । এছবির সঙ্গে সকলেই কম বেশি পরিচিত। কিন্তু হাইভোল্টেজ ভোট প্রচারের মাঝেই হেভিওয়েট প্রার্থীকে এই চেনা ট্রেন্ড ভেঙে অন্যরূপে দেখা গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল লঙ্গরখানায় খাবার তৈরি এবং তা পরিবেশন করতে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।

বিহারে ভোটপ্রচারের মাঝেই পাটনা সাহিব গুরুদ্বারে আসা পুণ্যার্থীদের জন্য খাবার পরিবেশন করতে দেখা গিয়েছে মোদীকে। ঝড়ের বেগে সেই ছবি ভাইরালও হয়েছে সমাজ মাধ্যমে। এই ঘটনার পরই মোদীর আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে মোদীকে খালি বালতি নিয়ে হাতা-সহ খাবার পরিবেশনের ভঙ্গিমায় রয়েছেন তিনি। সেই সঙ্গে ক্যাপশনে লেখা রয়েছে, 'ভোট ময়দানে খালি বালতি হাতা নিয়ে নাটক করছেন মোদী'।

এদিকে খালি হাতা-বালতিতে মোদীর খাবার পরিবেশনের এই ছবিটি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাত মন্তব্য করেছেন অজস্র মানুষ। অনেকেই লিখেছেন, স্রেফ নির্বাচনী চমক। আবার কেউ কেউ লিখেছেন, সবই ফটো সেশনের জন্য।

Advertisment

এদিকে এই ছবি ভাইরাল হতেই ফ্যাক্ট চেক করতে আসরে নামে Newschecker.in, ফ্যাল্ট চেক করে জানা যায় মোদীর খালি হাতা-বালতি নিয়ে খাবার পরিবেশনের ছবিটি ভুয়ো। এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ও ছবিও সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীকে দেখা গেল লঙ্গরখানায় খাবার তৈরি এবং তা পরিবেশন করতে। ভিডিওতে স্পষ্ট মোদী পাটনা সাহিব গুরুদ্বারে আসা পুণ্যার্থীদের খাবার পরিবেশন করছেন।

<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে Newschecker.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>

viral