New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-99.jpg)
পনবন্দী গোটা পরিবার, বোনের সামনেই খুন দিদি, হামাস জঙ্গিদের বর্বরতার ভিডিও প্রকাশ্যে
ইতিমধ্যেই অন্তত ১০০ জন ইজরায়েলিকে পণবন্দি করেছে জঙ্গি গোষ্ঠী হামাস।
পনবন্দী গোটা পরিবার, বোনের সামনেই খুন দিদি, হামাস জঙ্গিদের বর্বরতার ভিডিও প্রকাশ্যে
হামাস জঙ্গিদের হাতে পনবন্দী গোটা পরিবার। মা-বাবার কাছে গুটিসুটি মেরে বসে রয়েছে দুই খুদে। চোখের সামনেই খুন করা হয়েছে বড় দিদিকে। আতঙ্কের মধ্যেই হুঙ্কার পরপর গুলি ছুঁড়ে চলেছে হামাস জঙ্গিরা। কেঁপে উঠছে গোটা পরিবার। যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলের এমন ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই অন্তত ১০০ জন ইজরায়েলিকে পণবন্দি করেছে জঙ্গি গোষ্ঠী হামাস।
ইজরায়েলের বিদেশ মন্ত্রক আজ সকালে একটি নতুন ভিডিও সামনে এনেছে। যেখানে দেখানো হয়েছে ইজরায়েলে গত দেড় দিন কেমন ছিল। এই ভিডিওতে ইজরাইল হামাসের ‘বর্বর সন্ত্রাসীদের’ বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
ভিডিওটি শেয়ার করে ইজরায়েলের বিদেশমন্ত্রক বলেছে, “পরিবারের সদস্যদের বাড়ির লোকের সামনে হত্যা করা হয়েছে। ৭০০ ইজরায়েলিকে হত্যা করা হয়েছে। এই যুদ্ধাপরাধের জন্য হামাসকে কঠিন মূল্য দিতে হবে।”
ভিডিওতে ভয়েস ওভারে বলা হয়েছে, “হামাস ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সশস্ত্র হামাস সন্ত্রাসবাদীরা ইজরায়েলে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করে এবং বাড়ি বাড়ি গিয়ে নিরীহ ইজরায়েলি নাগরিকদের হত্যা করেছে। ইজরায়েল এক হুঙ্কারে জানিয়েছে বর্বর জঙ্গিদের বিরুদ্ধে আমাদের নাগরিকদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব আমরা।”