প্রচুর বিয়ের অনুষ্ঠানের মাঝেও এমন জমকালো বিয়ে কেউ’ই বোধহয় আগে দেখেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক বিয়ের ভিডিও ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ক্লিপে দেখা যাচ্ছে একটি পরিবার তাদের সাধের পোষা কুকুরের বিয়ে আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি পরিবার তাদের কুকুরকে বিয়ে দিচ্ছে। বিয়ের অনুষ্ঠান ঘিরে ছিল এলাহি আয়োজন। অতিথিদের আমন্ত্রণ থেকে বিদায়পর্ব বাদ যায়নি কিছুই। বৈদ্যুতিক খেলনা গাড়ি করে নিয়ে আসা হয় বরকেও। কনের সাজে কুকুরটিকে সাজানো হয়। বিয়ের অনুষ্ঠানের পুরো ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
যদিও কিছু ব্যবহারকারী ভিডিওটি পছন্দ করেছেন, অন্যরা এই দুর্দান্ত উদযাপনটিকে অপ্রয়োজনীয় বলে মনে করেছেন।