Advertisment

ভারতেই সম্ভব! একটি বাইকে চেপে যাচ্ছেন পরিবারের সাত সদস্য, সঙ্গে পোষা কুকুর

ডানদিকে এক মাদুরের ওপর বসে দিব্যি হাওয়া খেতে খেতে যাচ্ছে কুকুরটি। তাদের চালচলন দেখে বোঝাই যাচ্ছে এভাবে যাত্রা করাতে তারা বেশ অভ্যস্ত। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতেই বোধ সম্ভব। এমনই এক ক্যাপশন দিয়ে ভিডিও শেয়ার করেছেন টুইটার ইউজার রিসাদ কুপার। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্ত্রী ও পরিবারের খুদে সদস্য, মালপত্র ও পোষা কুকুরকে নিয়ে রুদ্ধশ্বাসে বাইক চালাচ্ছেন এক ভদ্রলোক। উল্লেখ্য, কারোর মাথাতেই হেলমেট নেই। চালকের ডানদিকে এক মাদুরের ওপর বসে দিব্যি হাওয়া খেতে খেতে যাচ্ছে কুকুরটি। তাদের চালচলন দেখে বোঝাই যাচ্ছে, এভাবে যাত্রা করাতে তারা বেশ অভ্যস্ত।

Advertisment


Read the full story in English

viral
Advertisment